Home Entertainment ESKAY STUDIO: স্টুডিওতে আগুন লাগায় প্রবল আর্থিক সংকটে এসকে মুভিজ

ESKAY STUDIO: স্টুডিওতে আগুন লাগায় প্রবল আর্থিক সংকটে এসকে মুভিজ

by Arpita Sardar
eskay movies studio, fire, huge economic loss

মহানগর ডেস্কঃ বৃহস্পতিবার ভোরে এসকে মুভিজের বাবুরাম ঘোষ রোডের প্রোডাকশন হাউজের স্টুডিওতে আগুন লাগে। আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় শহরে। এবার প্রযোজনা সংস্থা থেকে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হল। এসকে মুভিজের তরফে জানানো হয় বৃহস্পতিবার সকালে আগুন লাগার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আকস্মিক এই ঘটনায় সকলেই হতচকিত বলে জানানো হয়।

প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়, স্টুডিওর মধ্যে থাকা কোনও ব্যক্তি বা আশেপাশে থাকা কোনও ব্যক্তি আহত হননি। সকলের প্রাণ বেঁচে যাওয়ায় নতজানু হয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানানো হয়েছে ওই প্রযোজনা সংস্থার তরফে। পাশাপাশি ওই সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে ইন্ডাস্ট্রির সকল বন্ধুবান্ধব ও শুভচিন্তক তাঁদের দুঃসময়ে পাশে থেকেছেন তাই তাঁদের প্রতি অকুণ্ঠ ধন্যবাদ জ্ঞাপন করা হয় ওই সংস্থার পক্ষ থেকে। একইসঙ্গে জানানো হয়েছে, এই ঘটনার জেরে বিরাট অর্থনৈতিক সংকটে পড়তে হয়েছে এসকে মুভিজ প্রযোজনা সংস্থাকে।

এসকে মুভিজ সংস্থার অন্যতম নায়ক অঙ্কুশ হাজরা এই বিষয়ে জানিয়েছেন এই ধরণের ঘটনা এর আগেও ঘটেছে। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল বলেই দাবি করেন তিনি। তিনি জানান, সেটে এত বেশি ইকুইপমেন্ট থাকে তাতে বেশি করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি। গ্যাস সিলিন্ডার, ওভেন, ইলেকট্রিক তার সহ একাধিক দাহ্য পদার্থ সেটে রাখতেই হয়। ফলে সতর্ক হওয়া অত্যন্ত দরকার বলে দাবি করেন তিনি।

বৃহস্পতিবার ভোরেই স্টুডিও থেকে আগুন বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন চোখের পলকেই আগুন ছড়িয়ে পড়ে গোটা স্টুডিওতে । আকাশ কালো ধোঁয়াতে ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন এসে পৌঁছয়। তবে আগুনের বীভৎসতা দেখে আরও ১৫টি ইঞ্জিন এসে পৌঁছয় ঘটনাস্থলে। আগুনের ভয়াবহতায় স্টুডিওর শেড এবং একদিকের দেওয়াল ভেঙে পড়ে বলেও জানা যায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান মন্ত্রী অরূপ বিশ্বাস।

You may also like