মহানগর ডেস্ক: বর্ষার প্রভাব শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সকাল থেকেই মেঘলা থাকছে কলকাতার আকাশ। তারপর বেলা গড়াতেই শুরু হচ্ছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) জানিয়েছে, আগামী পাঁচ দিন একই পরিস্থিতি বজায় থাকবে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস সূত্রে, চলতি সপ্তাহে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সেইসঙ্গে জারি হয়েছে বজ্রপাতের সর্তকতা।
এদিকে আবহাওয়া দফতর সূত্রে, দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও পশ্চিমের কিছু অংশ বাদ রয়েছে। ঝাড়গাম, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে এখনও সেভাবে বর্ষা প্রবেশ করেনি। তবে হাওয়া অফিস সূত্রে, মৌসুমী অক্ষরেখা ভাবনগর, দুর্গ কলিঙ্গপত্তনম হয়ে একেবারে হলদিয়া, বর্ধমানের ওপর দিয়ে দুমকা থেকে মোতিহারি পর্যন্ত বিস্তৃত। আগামী দু’দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি রয়েছে। আগামী ৪-৫ দিন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২১ তারিখের পর উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে। কিন্তু কলকাতায় আগামী পাঁচ দিন ধরে বৃষ্টি চলবে এবং আজ সোমবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।
আরও পড়ুন: কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপার্জন বৃদ্ধি পাবে, আজ আপনার ভাগ্য কি বলছে জেনে নিন
আবহাওয়া দফতর সূত্রে, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আগামী দু-তিন দিন। বিগত দিনের প্যাচপ্যাচে গরমে নাজেহাল অবস্থা হয়েছিল দক্ষিণবঙ্গবাসীর। বর্ষা পা রাখতেই পরিবেশ হয়ে উঠেছে মনোরম। পরিবর্তন এসেছে তাপমাত্রায়।