মহানগর ডেস্ক: অযোধ্যায় রাম মন্দিরের (Ram Mandir) জন্য মানুষের সংগ্রামের কাহিনী কারোর কাছেই গোপন নেই। ধর্মীয় নেতা ও রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ এই মন্দির তৈরিতে অবদান রেখেছেন। এবার সেই সংগ্রাম ও আত্মত্যাগের গল্প দেখানো হবে পর্দায়। সূত্র অনুযায়ী, রাম মন্দির আন্দোলনের উপর ভিত্তি করে একটি ডকুমেন্টারি (Documentary) বানানোর প্রস্তুতি চলছে। এই ডকুমেন্টারির দরুন পুরো আন্দোলনকে তুলে ধরা হবে জনগণের সামনে। সবথেকে বড় বিষয় হল, এই তথ্যচিত্রে আন্দোলনের প্রতিটি গুরুত্বপূর্ণ পর্ব দেখানোর চেষ্টা করা হবে। যার মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে এই সংগ্রামের গল্প অতি সহজেই পৌঁছে যাবে। সেইসঙ্গে জানা গিয়েছে, তথ্যচিত্রে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
জানা গিয়েছে, তথ্যচিত্রে ১৫২৮ থেকে এখনও পর্যন্ত রাম মন্দিরের নির্মাণের সঙ্গে জড়িত সমস্ত কিছু দেখানো হবে। পাশাপাশি এই ছবিটি নির্মাণের আগে প্রতিটি তথ্যের খুঁটিনাটি দিক খেয়াল রাখা হবে। এক কথায়, যাতে কোনও ভুল তথ্য জনগণের কাছে প্রচার না হয় তার যথাসাধ্য প্রচেষ্টা করা হবে। সূত্র অনুযায়ী, ডকুমেন্টারিটি শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের নির্দেশনায় তৈরি করা হবে।
আরও পড়ুন: ধর্মের নামে যাঁরা মুসলমানদের ঘৃণা করছেন, আপনাদের আচরণও সেই মুসলমানদের মতোই: তসলিমা
পাশাপাশি তথ্যচিত্রে দেখা মিলবে নমোর। জানা গিয়েছে, তাঁর মন্দির ভুমি পূজোর দৃশ্য অন্তর্ভুক্ত করা হবে ডকুমেন্টারিতে। প্রসঙ্গে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেছেন যে, প্রসার ভারতী এই ছবিতে কাজ করছে। ফিল্মে প্রতিটি পর্বকে তুলে ধরার প্রচেষ্টা করা হচ্ছে। ১৫২৮ থেকে এখনও পর্যন্ত প্রতিটি দৃশ্য দেখানো হলে, তা সম্পূর্ণ বলে বিবেচিত হবে। ছবিটি তৈরি পর তা খুঁটিয়ে দেখা হবে, যাতে কোনও ভুল তথ্য মানুষের কাছে প্রচার না হয় আগামী প্রজন্মের কাছে সঠিক তথ্য তুলে ধরাই আমাদের কাজ।
সূত্র অনুযায়ী, ইতিমধ্যেই এই তথ্যচিত্রের ভিডিওগ্রাফির কাজ শুরু হয়ে গিয়েছে। প্রতিটি পর্বের ভিডিও করা হচ্ছে। যাতে আন্দোলনের প্রতিটি দিক তথ্যচিত্র তুলে ধরা যায়। ফিল্মে সুপ্রিম কোর্টের সেই সিদ্ধান্তকেও অন্তর্ভুক্ত করা হবে, যেখানে আদালত রাম মন্দিরের পক্ষে রায় দিয়েছে।