মহানগর ডেস্ক: অশুভ আত্মার রোষ না দেবদেবীর ক্রোধের পরিণাম ? ঝাড়খণ্ডের হাজারিবাগে (Hazaribagh) দেড় মাসে কুড়িজনের রহস্যজনক মৃত্যু নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। কেন ওই সময়ে পরপর মৃত্যু হল, তার কারণ খোঁজাও শুরু হয়েছে। মারা গিয়েছেন নানা বয়সের মানুষ। মৃতদের মধ্যে যেমন দশ বছরের শিশু রয়েছে,তেমনই রয়েছে প্রবীণ মানুষও। তাদের প্রত্যেকেরই মৃত্যু রীতিমতো রহস্যজনক। তবে স্থানীয়দের ধারণা ওই রহস্যজনক মৃত্যু অশুভ আত্মার (Evil Spirit) কারণে হয়েছে। আবার কেউ কেউ দেবতা ক্রুদ্ধ হওয়ার কারণেই মৃত্যু ঘটেছে। হাজারিবাগ জেলার বারহি সাবডিভিশনে বারকাট্টা গ্রামে মৃত্যুর ঘটনাগুলি ঘটেছে। গ্রামের সতেরোটি পরিবারে কু়ড়িটি মৃত্যুর ঘটনা ঘটেছে। কারো মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। কেউ মারা গিয়েছে একেবারে হঠাৎই।
দিন তিনেক আগে নীতীশকুমার নামে একটি দশ বছরের ছেলে আচমকাই অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই তার মৃত্যু হয়। বুধবার এক অন্তঃসত্ত্বা ও তার সদ্যোজাত শিশু মারা যায়। স্থানীয়দের দাবি গ্রামের মানুষের ভুল কাজে দেবতা অতিশয় অসন্তুষ্ট হওয়ার কারণে গ্রামের মানুষের জীবনে দুর্যোগ নেমে এসেছে। কারো কারো ধারণা কিছুদিন আগে একটি মৃতদেহ শ্মশানে না পুড়িয়ে মাঠে অন্ত্যেষ্টি করা হয়। তারপর থেকেই একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই মৃত্যুর থাবা আটকাতে গ্রামের মানুষ একটি আলোচনা সভা ডেকেছিলেন। সেখানে কয়েক হাজার মানুষ জমায়েত হন। এই লাগাতার মৃত্যু নিয়ে সেখানে আলোচনা হয়। তাঁরা প্রবীণ মানুষের সঙ্গে আলোচনা করে পুজো করা সিদ্ধান্ত নেন। গ্রামবাসীরা জানান শ্মশানের পথ জোর করে দখল করা হয়েছে। তারা সবাই একজোট হয়ে বেআইনি দখলমুক্ত করার উদ্যোগ নিচ্ছেন। সব মিলিয়ে ভাগলপুর জেলার এই গ্রামে দেড় মাসে কুড়িজনের রহস্যজনক মৃত্যু ঘিরে ধোঁয়াশা কিছুতেই কাটছে না।