Home Featured Ex-Class Mate Forced Marriage To Man: মাদক খাইয়ে জোর করে পুরনো সহপাঠিনীর সঙ্গে বিয়ের ষড়যন্ত্র, চল্লিশ লক্ষ টাকা দাবি !

Ex-Class Mate Forced Marriage To Man: মাদক খাইয়ে জোর করে পুরনো সহপাঠিনীর সঙ্গে বিয়ের ষড়যন্ত্র, চল্লিশ লক্ষ টাকা দাবি !

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: শাঁসালো পাত্র পেয়ে মাদক খাইয়ে জোর করে বিয়ে দেওয়ার ( Ex-Class Mate Forced Marriage To Man) চেষ্টা। বিয়ে না করলে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি। চাওয়া হয় চল্লিশ লক্ষ টাকা (Demanded Forty Lacs Rupees)। সবমিলিয়ে ঘটনাবহুল পর্বের শুরু হয়েছিল গুগলের ম্যানেজার তাঁর পরিচিতা সহপাঠিনীর ভোপালের (Vopal) বাড়িতে আসার পর। শিলংয়ে এমবিএ পড়ার সঙ্গে আলাপ হয়েছিল সুজাতা নামে মেয়েটির সঙ্গে। পরে সে তার বাড়ি ভোপালে ফিরে যায়।

তারপর অনেক দিন কেটে গিয়েছে। এমবিএ পাস করে গণেশ শঙ্কর নামে ম্যানেজমেন্ট পড়ুয়া পাস করার পর গুগলের ম্যানেজারের চাকরি পেয়েছিলেন। একদিন তাঁকে ভোপালে আসার আমন্ত্রণ জানিয়েছিল সুজাতা। আর তখন থেকেই শুরু হয়েছিল চমকে দেওয়া ঘটনার। পুলিশের কাছে অভিযোগ পত্রে জানায়, যদিও কেন তাকে তাঁর সহপাঠিনী সুজাতার বাড়িতে ডাকা হয়েছে, সেটা জানতে পারেননি গুগলে ম্যানেজারের পদে চাকরি করা গণেশ শঙ্কর। সুজাতার বাড়িতে পা দেওয়ার পরই শুরু হয় আসল ঘটনা। তাঁকে পণবন্দি করে মাদক দ্রব্য খাইয়ে দেয় সুজাতার পরিবার। তাঁকে তার সঙ্গে বিয়ে করতে বাধ্য করে তারা।

সুজাতাকে পাশে বসিয়ে পরিবারের লোকজনেরা বেশ কিছু ছবি তোলে। তাঁর কাছ থেকে চল্লিশ লক্ষ টাকা দাবি করে তারা। সুজাতার পরিবার হুমকি দেয় যদি চল্লিশ লক্ষ টাকা দিতে না পারে, তাহলে তাঁকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। সেখান থেকে কোনওরকম ছাড়া পেয়ে গণেশ শঙ্কর কমলানগর থানায় অভিযোগ জানান। সুজাতা, তার বাবা কমলেশ সিং, তার ভাই শৈবেশ সিং ও জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

You may also like