মহানগর ডেস্ক: জেহাদের শিক্ষা (Lesson On Jehad) শুধু কোরাণেই নেই। ভগবান শ্রীকৃষ্ণও গীতায় জেহাদের ধারণার উল্লেখ করেছিলেন। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ভূতপূর্ব ইউপিএস সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা শিবরাজ পাতিল, (Ex Home Minister Of UPA Government) যা ঘিরে প্রবল বিতর্কের সৃষ্টি তৈরি হয়েছে। দিল্লিতে এক বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করার অনুষ্ঠানে (Book Launch Programme) তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং, ফারুক আবদুল্লা, শশী থারুর-সহ আরও অনেকে বিশিষ্ট ব্যক্তি। রাজধানীতে প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী মহসিনা কিদোয়াইয়ের জীবনী প্রকাশ করার সময় পাতিল বলেন, বলা হয় ইসলামে জেহাদ নিয়ে অনেক আলোচনা রয়েছে।
এমনকী সমস্ত রকম চেষ্টার পরেও কেউ যদি স্বচ্ছ ধারণার বিষয়টি বুঝতে না পারেন, তাহলে তাঁকে জোর করা হয়। জেহাদের কথা শুধু কোরাণেই নেই। গীতাতেও রয়েছে। মহাভারতে শ্রীকৃষ্ণ গীতার অংশ হিসেবে অর্জুনকে জেহাদ নিয়ে শিক্ষা দিয়েছিলেন। পাতিলের এহেন মন্তব্যের পর প্রতিবাদের ঝড় ওঠে। পাতিলের জেহাদ নিয়ে মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। পদ্মশিবিরের তরফে শেহজাদ জয়হিন্দ কংগ্রেসের বিরুদ্ধে হিন্দু বিদ্বেষ ও রামের অস্তিত্বের বিরোধিতার অভিযোগ করেন। টুইট করে তিনি জানান, আপের গোপাল ইটালিয়া, রাজেন্দ্র পালের পর ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে শিবরাজ পাতিল হিন্দু বিদ্বেষে তাঁদেরও ছাড়িয়ে গিয়েছেন। বলছেন শ্রীকৃষ্ণ অর্জুন জেহাদের শিক্ষা দিয়েছিলেন। এখানেই তাঁর টুইট শেষ হয়ে যায়নি। তিনি আরও বলেন, রাহুল গান্ধীও হিন্দুত্বের সমালোচনা করে বলেছিলেন লস্কর-ই-তৈবা হিন্দুত্ববাদীদের থেকে কম ভয়ঙ্কর। দিগ্বিজয় সিং ২৬/১১ মুম্বই সন্ত্রাসের জন্য হিন্দুদের ওপরই দোষ চালিয়েছিলেন। একইসঙ্গে জানান গুজরাতে বিধানসভা ভোটের আগে ভোট ব্যাঙ্কের মেরুকরণের জন্য হিন্দু বিদ্বেষ ইচ্ছাকৃত খেলায় মেতেছে কংগ্রেস।