Home Featured Ex Pak PM Imran Khan : সরকার বিরোধী সমাবেশে ভাষণ, গুলিবিদ্ধ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

Ex Pak PM Imran Khan : সরকার বিরোধী সমাবেশে ভাষণ, গুলিবিদ্ধ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: গুলিবিদ্ধ ইমরান খান (Ex Pak PM Imran Khan) । পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে সরকার বিরোধী পদযাত্রার সময় গুলিতে জখম হলেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান। গুলিবিদ্ধ হওয়ার পরই তাঁকে তৎক্ষণাৎ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার জন্য একটি এসইউভি গাড়িতে তোলার সময় তিনি সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। যা দেখে ধারণা করা হচ্ছে তাঁর আঘাত গুরুতর নয়। যদিও তার দলের অভিযোগ সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে পদযাত্রা করার জন্য তাঁকে গুলি করা হয়েছে। গুলিতে দলের এককর্মী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই গুলি চালনার ঘটনা ২০০৭ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে মিছিল চলাকালীন গুলি করে খুন করার স্মৃতি উস্কে দিয়েছে। গুলি চালানোর অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে ধরে ফেলা হয়।

শেহবাজ সরকারের বিরুদ্ধে লং মার্চে একটি কনটেনার ট্রাকের ওপর দাঁড়িয়ে ইমরান যখন ভাষণ দিচ্ছিলেন, সেইসময় তাঁকে নীচ থেকে গুলি করা হয়। গুলিতে তাঁর দলের চার নেতাও জখম হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন পার্লামেন্টেরিয়ান ফইজল জাভেদ খান। পরে দলের তরফে জানানো হয় এক দলের কর্মী শহিদ হয়েছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে গুজরানওয়ালা জেলায় গুলি চালানোর ঘটনা ঘটে। সেনাবাহিনীর আস্থা হারিয়ে গদিচ্যুত হওয়ার সাত মাস পরে এই ঘটনা ঘটল। ক্ষমতা হারানোর পর থেকেই ইমরান সেনা ও আইএসআইয়ের হস্তক্ষেপের বিরুদ্ধে তিনি প্রচার চালাতে শুরু করেন। এদিকে গুলি চালনার ঘটনার নিন্দা করে বর্তমান পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অভ্যন্তরীণমন্ত্রী রানাকে গুলি চালনার ঘটনার রিপোর্ট পুলিশ ও প্রশাসনের কাছ থেকে নেওয়ার নির্দেশ দিয়েছেন। গুলি চালনার একঘণ্টা আগে শহরের অন্যপ্রান্তে ইমরান তাঁদের সমর্থকদের তাঁকে অন্য জায়গাতে সঙ্গ দেওয়ার কথা বলেছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর দল একটি ভিডিও টুইট করে। তাতে দেখা গিয়েছে ইমরান তাঁর কালো রঙের এসইউভি থেকে কনটেনার-ট্রাকে উঠছেন। কনটেনারের ছাদে বক্তৃতা দেওয়ার সময়ই তাঁকে গুলি করা হয়। তিনি যেখানে দাঁড়িয়েছিলেন, তার বাঁদিক থেকে ওই ব্যক্তি পিস্তল থেকে গুলি করে। তবে চারপাশে ভিড় থাকায় পিস্তলধারী তাঁকে সরাসরি গুলি করার জায়গা পায়নি বলে জানা গিয়েছে।

You may also like