মহানগর ডেস্ক: মঙ্গলবার কলকাতায় উদ্ধার প্রচুর পরিমাণে বিস্ফোরক। পুলিশ সূত্রে, উত্তর কলকাতার (North Calcutta)একটি মেডিক্যল স্টোরের কাছ থেকে প্রায় এক বস্তা বিস্ফোরক উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে উদ্ধার হওয়া বিস্ফোরক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখতে তাঁরা বিশেষজ্ঞদের রায় নেবেন।
এদিন উত্তর কলকাতার মেডিক্যাল স্টোরের কাছ থেকে বিস্ফোরক উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, কী করে এত পরিমাণ বিস্ফোরক ওই মেডিক্যাল স্টোরের সামনে এলো তা ভাববার বিষয়! সবথেকে বড় প্রশ্ন, এই বিস্ফোরক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল কিনা? গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সাধারণত যে ধরনের বিস্ফোরক পাওয়া যায়, তা হাত বোমা হয়ে থাকে। কিন্তু আজ যে বিস্ফোরক পাওয়া গিয়েছে তা সচরাচর দেখা যায় না।
আজ দিনভর উত্তর কলকাতায় তল্লাশি চালিয়েছে পুলিশ। প্রশ্ন, কে এই ধরনের বিস্ফোরক ওই এলাকায় রেখেছে? কোন কাজে ব্যবহারের জন্য বিস্ফোরক ওই স্টোরের সামনে রাখা হয়েছিল? উত্তর খুঁজছে গোয়েন্দা বিভাগ। সেইসঙ্গে গোটা ঘটনার তদন্তে লালবাজারের একটি টিমকে খবর দেওয়া হয়েছে।