মহানগর ডেস্ক: পঞ্জাবে (Punjab) আপ-মন্ত্রীর বিরুদ্ধে তোলাবাজির (Extortion Allegation) অভিযোগের পরও সরকার কেন ব্যবস্থা নেয়নি,এ নিয়ে সরব হল কংগ্রেস ও বিজেপি। মন্ত্রী ফউজা সিং সারারির অডিও ক্লিপে (Audio Clip) শোনা গিয়েছে তিনি কারোকে হুমকি দিয়ে টাকা আদায়ের বিষয়টি নিশ্চিত করছেন। অডিও ক্লিপটি প্রকাশ্যে আসার পর মন্ত্রীর গ্রেফতারির দাবিতে সরগরম পঞ্জাবের রাজ্য রাজনীতি। এই ইস্যুতে এককাট্টা দুই বিরোধী দল কংগ্রেস ও বিজেপি। গত জুন মাসে কংগ্রেস ছেড়ে বিজেপি যোগ দেওয়া প্রাক্তন মন্ত্রী সুন্দর শ্যাম অরোরাকে ঘুষ নেওয়ার অভিযোগে দুদিন আগে গ্রেফতার করে স্টেট ভিজিলেন্স ব্যুরো।
তারপরই মন্ত্রী ফউজা সিং সারারিকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছে দুই বিরোধী দল। পঞ্জাব বিজেপি দলের প্রধান অশ্বিনী শর্মার অভিযোগ, দুর্নীতি ইস্যুতে আপ সরকার দু রকম নীতি নিয়ে চলেছে। মন্ত্রী সারারির ব্যাপারে মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানের নিস্ক্রিয়তার দিকে আঙুল তুলে বিজেপি প্রধানের অভিযোগ দুর্নীতি ইস্যুতে মন্ত্রীকে তিনি বিশেষ বদান্যতা দেখিয়ে চলেছেন। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় মন্ত্রী সারারির তোলাবাজির অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরেও আপ সরকার হাত গুটিয়ে বসে রয়েছে। এখনও তাঁকে গ্রেফতার করা হয়নি। ওই অডিও ক্লিপে সারারি ও তাঁর এক প্রাক্তন সহকারীর মধ্যে খাদ্যশস্য পরিবহণে জড়িত কয়েকজন ঠিকাদারকে ফাঁদে ফেলে অফিসারদের দিয়ে টাকা আদায় নিয়ে আলোচনার বিষয়টি শোনা গিয়েছে।
পঞ্জাবের প্রবীণ কংগ্রেস নেতা প্রতাপ সিং বাওয়েজা বলেন, দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী অরোরার গ্রেফতারি খুবই ভালো ব্যাপার, তবে সারারির অডিও ক্লিপ, যেটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থান কী, সেটা স্পষ্ট নয়। তাঁর প্রশ্ন, সারারিকে গ্রেফতার করা নিয়ে কোথায় বাধা পাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাঁকে মন্ত্রিসভা থেকে বাদ দিতেই বা বাধা কোথায়? প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর ক্ষেত্রে তাঁকে বাদ দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি। গ্রেফতার হওয়া মন্ত্রীর বিরুদ্ধে তাঁর বিরুদ্ধে চলা তদন্ত বন্ধ করতে তদন্তকারী এজেন্সির সহকারী ইনস্পেক্টরকে পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল।