Home Featured Face Of Netaji Instead Of Gandhiji : টাকায় গান্ধীর মুখের বদলে এবার নেতাজির ছবি, মহিষাসুর বিতর্কের পর হিন্দু মহাসভার নয়া দাবি

Face Of Netaji Instead Of Gandhiji : টাকায় গান্ধীর মুখের বদলে এবার নেতাজির ছবি, মহিষাসুর বিতর্কের পর হিন্দু মহাসভার নয়া দাবি

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: দুর্গাপুজোয় মহিষাসুরের মুখ মহাত্মা গান্ধীর আদলে করা নিয়ে প্রবল বিতর্কের ( Mahishasur Controversy) পর এবার এদেশের টাকায় মহাত্মা গান্ধীর মুখের বদলে নেতাজি সুভাষচন্দ্রের মুখ (Face Of Netaji Instead Of Gandhiji) বসানোর দাবি করল অখিল ভারত হিন্দু মহাসভা। শুক্রবার এই দাবি করে হিন্দু মহাসভার বক্তব্য, ভারতের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর চেয়ে নেতাজির অবদান কোনও অংশে কম নয়। এর আগে কলকাতার বাইপাসে রুবি হাসপাতালের কাছে দুর্গামণ্ডপে মহিষাসুরের মুখের বদলে মহাত্মা গান্ধীর মুখ করা নিয়ে প্রবল বিতর্কের সৃষ্টি হয়। ওই পুজোর আয়োজক ছিল অখিল ভারতীয় হিন্দু মহাসভা।

বিষয়টি নিয়ে থানা পুলিশ হয়। চরমে ওঠে রাজনৈতিক চাপান উতোর। শেষপর্যন্ত পুলিশের নির্দেশে অসুরের মুখ বদলে দেওয়া হয়। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার নতুন এক বিতর্ক ডেকে আনতে চলেছে ওই হিন্দু সংগঠন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সংগঠনের সভাপতি চন্দ্রচূড় গোস্বামী শুক্রবার জানান, তাঁরা মনে করেন দেশের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর চেয়ে নেতাজি সুভাষচন্দ্রের অবদান কোনও অংশেই কম নয়। তাই তাঁর মতো মহান স্বাধীনতা সংগ্রামীকে সম্মান জানানোর সেরা রাস্তা হল টাকায় মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে নেতাজির মুখ নিয়ে আসা। সংগঠন জানিয়েছে আগামী পঞ্চায়েত ভোটে এবার লড়াই করবেন তাঁরা।

এদিকে মহাত্মার মুখের বদলে টাকার নোটে নেতাজির মুখ বসানোর দাবি নিয়ে সংগঠনের সভাপতির এহেন দাবি নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। রাজ্যের শাসকদল তৃণমূল এবং কংগ্রেস এই দাবির কড়া সমালোচনা করে বলেছে বিজেপির এই শাখা সংগঠন রাজ্যে বিভেদকামী রাজনীতির আমদানির চেষ্টা করছে। এটা বন্ধ হওয়া উচিত। কংগ্রেসের প্রদেশ সভাপতি অধীর চৌধুরী জানান, সবাই জানেন মহাত্মা গান্ধী হত্যায় কে জড়িত ছিল। এখন সেই ঘাতকের আদর্শ দেশে প্রচারের চেষ্টা চলছে। এর জবাব বিজেপি এবং আরএসএসকে দিতে হবে। যদিও মহিষাসুর বিতর্কে হিন্দু মহাসভা বারবার জানিয়েছিল তারা ইচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটায়নি। ঘটনাচক্রে হয়ে গিয়েছে। তবে তা মানতে চায়নি তৃণমূল। বিজেপিও দায় ঘাড় থেকে ঝেড়ে ফেলার চেষ্টা চালিয়েছিল।

You may also like