মহানগর ডেস্ক: আগামী মাসেই রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election)। তার আগে বিরোধীদলের নেতা-নেত্রীদের নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে সূত্র অনুযায়ী, সেই বৈঠক এড়িয়ে যাবে টিআরএস (TRS) এবং আপ (AAP)। জানা গিয়েছে, কংগ্রেসের সঙ্গে একই প্ল্যাটফর্মে উপস্থিত থাকতে চায়না তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি। অন্যদিকে আম আদমি পার্টির কথায়, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী ঘোষণার পর এই বিষয়টি নিয়ে বিবেচনা করা হবে।
গতকালই দিল্লিতে পা রেখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজধানীতে পৌছেই দেখা করেছেন শরদ পাওয়ারের সঙ্গে। মূলত রাষ্ট্রপতি নির্বাচনের আগে সমস্ত বিরোধী দলগুলিকে এক ছাদের তলায় আনতে উদ্যোগী হয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর ডাকে সাড়া দিয়েছেন বিরোধীদলের নেতারা। এদিকে শরদ পাওয়ারকে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী মনোনীত প্রার্থী হতে বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন পাওয়ার। তাঁর বক্তব্য, সক্রিয় রাজনীতিতে থাকতে চান তিনি।
আরও পড়ুন:শিখদের নিয়ে ফাজলামি! ‘ বিজেপির সস্তা মানসিকতাকে ধিক্কার ‘
গত সপ্তাহে ২২ জন বিরোধী নেতা ও মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছিলেন টিএমসি সুপ্রিমো। ১৫ জুন নয়া দিল্লির কনস্টিটিউশন ক্লাবের মিটিংয়ে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র গিয়েছিল সনিয়া গান্ধী থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল ও সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির কাছে। জানা গিয়েছে, বৈঠকে থাকবে হাত শিবির। মল্লিকার্জুন খার্গে সহ রাজ্যসভার বিরোধী দলের নেতা জয়রাম রমেশ এবং রণদীপ সুরজেওয়ালা উপস্থিত থাকবেন সেখানে। তাছাড়া আরও বেশ কয়েকটি বিরোধী দল জড়ো হবে বৈঠকে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ডাক এড়িয়ে যাবে TRS এবং AAP।