মহানগর ডেস্ক : সকাল থেকে সোশ্যাল মাধ্যম জুড়ে তোলপাড়। ফেসবুকে নাকি আশঙ্কায় অনুরাগীদের সংখ্যা কমে যাচ্ছে। কিন্তু এমনটা কী ভাবে সম্ভব? সব সম্ভব। রীতিমতো ঘটেছে এ ঘটনা বাস্তবে। আপাতত সব জায়গায় সবার একটাই আলোচনা। তবে সাধারণ মানুষরাই নন। এ ঘটনায় ভুক্তভুগী অসংখ্য তারকা। লক্ষ্য লক্ষ্য থেকে তাদের অনুরাগে সংখ্যা নাকি কমে দাঁড়িয়েছে আট নয় হাজারে। এমনকি এই সমস্যায় ভুক্তভোগী ফেসবুককর্তা মার্ক জুকারবার্গ।
আন্তর্জাতিক ক্ষেত্রেও অনুরাগীদের সংখ্যা কমেছে হুহু করে। ঠিক এমন সমস্যার সম্মুখীন টলিপাড়ার অভিনেত্রী স্বস্তিকা দত্ত। জানিয়েছেন, চার লক্ষ অনুরাগী থেকে তা কমে দাঁড়িয়েছে ন’ হাজারে। কিন্তু এমনটা কেন ঘটেছে। জানা গিয়েছে প্রতিদিনের নিরিখের হিসাব এটি। অর্থ প্রত্যেকদিন কত অনুরাগী বাড়ছে তার হিসেব দেখা যাবে এবার থেকে। তবে যার প্রোফাইল অ্যাকাউন্ট খুলে অনুরাগী সংখ্যা দেখতে পাবেন খুব সহজেই।
তবে বর্তমান সোশ্যাল মিডিয়ার উপর অনেকেই নির্ভর। অনেকে রীতিমতো মোটা অংকের টাকা পেয়ে থাকেন সোশ্যাল মাধ্যম থেকে। তাদের ক্ষেত্রে ঠিক কি হবে সেই নিয়ে ভাবছে তারা। যদিও এ ব্যাপারে বেশি মাথা ব্যাথা নেই বাংলাদেশী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির। কারণ সোশ্যাল মাধ্যম ফলোয়ার নিয়ে কোনদিনই খুব একটা মাথা ব্যাথা ছিল না তাঁর। জানালেন নিজেই। তবে স্বস্তিকার নিতেই অনেকেই এখনো বুঝে উঠতে পারছেন না এমন ঘটার কারণ। যদিও আশা করছেন ভবিষ্যতে ঠিক হয়ে যাবে সমস্যা।
অন্যদিকে ফলোয়ার সংখ্যা কমে গিয়েছে মার্ক জুকারবার্গের। শুধু তাই নয় যান্ত্রিক গোলমালের জন্য অকেজো হয়ে গিয়েছে তার ফেসবুক পাতা। তবে সূত্রের খবর অনুযায়ী আপাতত যা জানা যাচ্ছে, তা হল ফেসবুক নাম বদল করে মেটা হবার পর থেকে নানা রকম মজার ফন্দিফিকির এঁটেছে। কখনো স্ট্যাটাস পরিবর্তন করে, কখনো ইনস্টাগ্রামের মতো রিল দিয়ে ফিড ভরা আছে। এই ফলোয়ার সংখ্যা মুছে দেওয়াটাও তেমনই একটা ফন্দিফিকির। তবে এই সমস্যার দীর্ঘস্থায়ী না ক্ষণস্থায়ী তা এখনি বোঝা যাচ্ছেনা।