Home Featured False Royal Prince : রাজস্থানের রাজপরিবারের রাজকুমারের ভুয়ো পরিচয় দিয়ে মহিলাদের হুমকি দিয়ে টাকা আদায়, গ্রেফতার যুবক

False Royal Prince : রাজস্থানের রাজপরিবারের রাজকুমারের ভুয়ো পরিচয় দিয়ে মহিলাদের হুমকি দিয়ে টাকা আদায়, গ্রেফতার যুবক

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: “রাজকীয়” তোলাবাজি! রাজস্থানের রাজপরিবারের রাজকুমারের ভুয়ো (False Royal Prince) পরিচয় দিয়ে মহিলাদের অন্তরঙ্গ ছবি (Intimate Picture) অনলাইনে ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল গোরেগাঁয়ের পুলিশ। পুকরাজ দেওয়াসি ওরফে রাজবীর সিংয়ের বাড়ি রাজস্থানে। অভিযুক্ত ব্যক্তি রাজস্থান প্যালেসের ভেতর নিজের কয়েকশো ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মহিলাদের আস্থা অর্জন করতো বলে জানিয়েছে পুলিশ। তারপর অভিযুক্ত মহিলাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতো। অনেক মহিলাই তাকে রাজস্থান রাজ পরিবারের রাজকুমার বলে মনে করতেন। আর সেই সুযোগটাই নিতেন রাজকুমার বেশি ওই প্রতারক। পুলিশের দাবি তাঁদের সঙ্গে বন্ধুত্ব পাতানোর পর সে তার ভালোবাসার কথা জানাতো।

মহিলারা তার ফাঁদে পড়লে তাদের ব্যক্তিগত ছবি চাইতো। যা টাকা আদায়ের কাজে লাগাতো অভিযুক্ত। এই ঘটনার পর তিরিশ বছরের এক বিবাহিতা মহিলা তার বিরুদ্ধে থানায় অভিযাগ জানান। পুলিশের কাছে ওই মহিলা অভিযোগ করেন অভিযুক্ত তার কাছে টাকা চাইতো। না দিলে তাঁর ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দিতো। কলঙ্কের ভয়ে ওই মহিলা তাকে চার লক্ষ টাকার বেশি দেন। তবে অভিযুক্তের চাহিদা তাতেই শেষ হয়নি। লাগাতার টাকার দাবির পরে তারপরেই গত দশ তারিখে ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ জানাতে বাধ্য হন। অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও তথ্যপ্রযুক্তি আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে। গত বছর এধরণের ঘটনায় জুহু থানার পুলিশ আটক করে। পরে সে জামিন পেয়েছিল। অভিযুক্ত

You may also like