মহানগর ডেস্ক: ধুমধাম করে বাড়ির কর্তাকে ফেয়ারওয়েল (Farewell) দিলেন পরিচারিকা (Househelper)! আয়োজনে অবশ্য কোনও ত্রুটি ছিল না। হয়তো আয়োজন এলাহি ছিল না। তবে খাওয়াদাওয়া থেকে কোনওরকম ফাঁকফোকর ছিল না। যে ঘটনা অনেককেই রীতিমতো অবাক করে দিয়েছে। প্রতিদিনের জীবনে পরিচারক বা পরিচারিকারা সংসারের কাজ সহজ করে দেয়। দিনের কাজ তারাই করে চাপ হালকা করে দেয়। কিন্তু তারা যদি বাড়ির কর্তাকে ধুমধাম করে ফেয়ার ওয়েল দেয়,তাহলে অবাকই নন, সাধুবাদও জানিয়েছে অনেকে। আসলে বাড়ির কর্তা শহর ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছেন। তাই এমনভাবে তাঁকে ফেয়ারওয়েল দিলেন রেশমা নামে পরিচারিকা। যদিও এ ধরণের ঘটনা খুব একটা ঘটে না। তাই ফেয়ারওয়েলের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করার পরই নেটিজেনরা স্বাগত জানিয়েছেন।
ভিডিওয় দেখা গিয়েছে বাড়ির ভগত ডিনার টেবিলে চিরাচরিত টুপি পরে পরিচারিকা রেশমা ও তাঁর নিজের পরিবারের পাশে ডিনার সারছেন। পরিচারিকার বাড়ির লোকেরাও তাঁকে স্বাগত জানিয়েছেন। আরেকটি ভিডিও শেয়ার করেছেন গৃহকর্তা অনীশ। তাতে দেখা গিয়েছে রেশমা তাঁদের জন্য বিভিন্ন ধরণের ডিনার তৈরি করছেন। রুটি,কারি,পুরন পোলি,পাঁপড় এবং আরও অনেক কিছু। তাঁর ইনস্টাগ্রামে পরিচারিকা রেশমাদির এমন আয়োজনের ছবি পোস্ট করেছেন গৃহকর্তা। ভাইরাল পোস্টে বেশ লম্বা একটি নোটও লিখেছেন অনীশ।
তাতে লিখেছেন তিনি তাঁর আবেগ প্রকাশ করার মতো অবস্থায় নেই। রেশমাদি তাঁর সেরা বন্ধু। তাঁকে ছেড়ে যেতে হচ্ছে বলে তাঁর ভীষণ খারাপ লাগছে। আর তাঁর সঙ্গে রোজ দেখা হবে না। রেশমাদির এই ফেয়ারওয়েল দেওয়াটা খুবই খারাপ লাগছে কারণ তিনি রোজ তাঁর ও তাঁর পরিবারের ভীষণ যত্ন নিতেন। যে ভাবে তাঁর বাড়িতে ডেকে তাঁদের অভ্যর্থনা তিনি করেছেন তার সত্যিউ তুলনা হয় না। তাঁদের অভ্যর্থনা করতে যে যে জিনিস তিনি করেছেন তাতে তাঁরা কৃতার্থ হয়েছেন। খুবই খারাপ লাগছে যে আর তাঁকে রোজ দেখতে পাবেন না। তবে এখানেই সব শেষ হয়ে যাচ্ছে না। এটা আরেকরকমের শুরু বলা যেতে পারে। তিনি তাঁর সঙ্গে থাকবেন। তাঁর জন্য তিনি কৃতজ্ঞতায় পরিপূর্ণ। সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল ভিডিওর ন লক্ষ ভিউ হয়েছে। এক লক্ষেরও বেশি লাইক পেয়েছে ভিডিওটি। নশো ইনস্টাগ্রাম ইউজার তাঁদের মতামত দিয়েছেন। এক ইউজার লিখেছেন দারুণ মিষ্টি একটি ব্যাপারের সাক্ষী রইলেন তিনি। আরেকজন লিখেছেন, এই দৃশ্য তাঁকে কাঁদিয়ে তুলেছে।