Home Featured নৃশংস প্রতিশোধ, কনট্রাক্ট কিলার ভাড়া করে নিজের ছেলেকে খুন করালেন বাবা!

নৃশংস প্রতিশোধ, কনট্রাক্ট কিলার ভাড়া করে নিজের ছেলেকে খুন করালেন বাবা!

by Mani Sankar Debnath

নাগরিক ওয়েব ডেস্ক: নিজের ছেলেকে খুন করানোর জন্য ছ জন ভাড়াটে খুনিকে ভাড়া করলেন বাবা! এই ঘটনায় মূল অভিযুক্ত বাবা-সহ মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হুবিলিতে। পুলিশ কমিশনার জানিয়েছেন, অখিল নামে পেশায় গয়না ব্যবসায়ী গত এক তারিখে খুন হন। তাঁর কাকা নিখোঁজের ডায়রি করেন। যে ডায়রিটি ছিল বিভ্রান্তিমূলক। খারাপ কিছুর গন্ধ পেয়ে পরিবারের সদস্যদের জেরা করা শুরু করে পুলিশ। জেরায় অখিলের বাবা স্বীকার করে তিনি ছেলেকে খুন করার জন্য ছ জন ভাড়াটে খুনিকে ভাড়া করে তাঁর ছেলেকে খুন করেন। ব্যক্তিগত কারণে এই খুন বলে জানালেও বিশদ কিছু জানাতে চায়নি পুলিশ। এই খুনের ঘটনায় প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখছে তারা।

মূল অভিযুক্ত মৃত অখিলের বাবা ভরত মহাজানসেট সুপারি কিলারদের হাতে নিজের ছেলেকে তুলে দিয়ে একাই বাড়ি ফিরে আসেন। পুলিশ কমিশনার জানিয়েছেন সমস্ত দিক তদন্ত করা হচ্ছে। খুনের পেছনে আরও কয়েকজনের হাত থাকার কথা উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। খুন করার দিনই অখিলের দেহ দেবিকোপ্পায় কালাঘাটরির কাছে মাটিতে পুঁতে দেওয়া হয়। বুধবার ছাব্বিশ বছরের অখিলের দেহ সমস্ত নিয়ম মেনে রেভেনিউ দফতরের অ্যাসিস্টান্ট কমিশনার অশোক তেলির উপস্থিতি মাটি খুঁড়ে তোলা হয়। কর্ণাটক ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলেই মৃতদেহর ময়না তদন্ত করে। রিজিওনাল ফরেনসিক ল্যাব খুনের ব্যাপারে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করে। অটোপ্সির পর দেহ অখিলের পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। মূল অভিযুক্ত অখিলের বাবা ছাড়া বাকি ছজনকে চিহ্নিত করেছে পুলিশ। ভাড়াটে খুনিরা প্রত্যেকেই হুবলির বাসিন্দা। খুনের ঘটনা স্বীকার করার পর তিনজনকে তৎক্ষণাৎ গ্রেফতার করা হয়েছে। বাকিদের বৃহস্পতিবার সকালে গুন্টুর থেকে পাকড়াও করেছে পুলিশ।

You may also like