মহানগর ডেস্ক: এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল রাজস্থানের (Rajasthan) সিকর। গ্যাংস্টারদের মধ্যে গুলির লড়াইয়ে প্রাণ গেল কোচিং সেন্টারে মেয়েকে ভর্তি করতে আসা এক বাবার। গ্যাংস্টারদের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে রাজু থেট নামে এক কুখ্যাত গ্যাং স্টারেরও (Notorious Gangster)। সবমিলিয়ে থমথমে সিকরের পিপরালি রোড। শনিবার বাড়ি থেকে বেরোবার সময় চার দুষ্কৃতী গুলি চালায় রাজুর ওপর। গুলি লাগে তারাচাঁদ কাডওয়াসারা নামে এক বাসিন্দার। তিনি মেয়ের কোচিং সেন্টারে যাচ্ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর (Father Of Girl killed)। তাঁর ভাগনেও গুলিতে জখম হয়েছে। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে। সেখানে গুলি চালানোর ঘটনাটি ঘটে,সেই এলাকায় একাধিক হোস্টেল, কোচিং সেন্টার রয়েছে। নিহত গ্যাংস্টারের ভাই সেখানকার একটি হোস্টেল চালায় বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে গ্যাংস্টার রাজুর দেহে তিনটি গুলি লাগে। তার সঙ্গে শেখোয়াতি এলাকার একটি গ্যাংয়ের সঙ্গে অনেকদিন ধরেই শত্রুতা ছিল। সিসিটিভিতে ঘটনার একাধিক ফুটেজে খুনের ঘটনাটি দেখা গিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে চারজন দুষ্কৃতী রাজুকে গুলি করে পালাচ্ছে। পালানোর সময় পথচারীদের ভয় দেখাতে একজন শূন্যে গুলিও চালায়। গ্যাংস্টারকে খুনের পর নিজেকে লরেন্স বিশনয় গোষ্ঠীর সদস্য বলে পরিচয় দেওয়া রোহিত গোদারা ফেসবুকে জানায় এই খুন আনন্দপাল সিং ও বলবীর বানুদা খুনের বদলা। ২০১৪ সালের জুলাই মাসে আনন্দপাল গোষ্ঠীর সদস্য বানুদা বিকানির জেলে গ্যাং ওয়ারে খুন হয়। এদিকে গ্যাংস্টার রাজু খুনের পর তার সমর্থকরা সিকার এলাকায় বনধ ডেকেছে। খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবিও জানিয়েছে তারা।