Home Entertainment Fatima Sana Shaikh : ইরাকে মন ভালো করা শুভেচ্ছা আমিরের ‘রিউমার গার্লফ্রেন্ডের’

Fatima Sana Shaikh : ইরাকে মন ভালো করা শুভেচ্ছা আমিরের ‘রিউমার গার্লফ্রেন্ডের’

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : আমিরের বাড়িতে এখন খুশির হাওয়া।কারণ তার মেয়ে ইতিমধ্যে সেরে ফেলেছেন বাগদান তার মনের মানুষের সঙ্গে। দিন সম্পর্কে ছিলেন নুপুর শিখর এবং ইরা খান। যিনি ইরা এবং আমিরের ট্রেনিং কোচ। সম্প্রতি আংটি পরিয়ে একে অপরকে নিজের করে নিলেন তারা। আর এই অনুষ্ঠানের আসর বসেছিল আমিরের বাড়িতেই। দুই প্রাক্তন স্ত্রীয়ের উপস্থিতিতে আনন্দ করে কাটাল প্রত্যেকে। তবে রিনা এবং কিরণ ছাড়াও এখানে উপস্থিত ছিলেন আরও একজন।

বেশ কিছুদিন আগে হেডলাইনে উঠে এসেছিল আমির এবং ফাতিমা সানা শেখের সম্পর্ক। এমনকি এই খবর ও হাওয়ায় ভেসে ছিল যে তৃতীয়বারের জন্য ছাদনাতলায় বসতে চলেছেন আমির এবং ফাতিমা। তবে সেই খবরেকে উড়িয়ে দিয়ে আপাতত মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত আমির। যদিও ফাতিমা কোনদিন এই বিতর্ক নিয়ে মুখ খোলেননি। তবে বন্ধু আমিরের মেয়ের বিয়েতে উপস্থিত থেকে পুরো লাইম লাইট কেড়ে নিয়েছিলেন তিনি।

আমিরের মেয়েকে তার নবজীবনের জন্য বিশেষ শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন নিজের ইনস্টাগ্রামে। ফতিমা ইরা এবং নুপুরের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন,’ কি অসম্ভব ভালো একটা বিকেল কাটালাম। অনেক ধন্যবাদ তোমাদের এবং আমি ভীষণ খুশি তোমাদের জন্য। আমার মনটা ভালোবাসায় ভরে গিয়েছে তোমাদের দুজনকে দেখে। আমি খুব খুশি এমন একটা সুন্দর অনুষ্ঠানের অংশ হতে পেরে। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা’।

উল্লেখ্য তিনজনের এই ছবিতে মুখ দেখেই বোঝা যাচ্ছে মারাত্মক খুশিতে রয়েছেন তিনজনেই। আর সেই কথা অবিশ্বাস করেননি নেটিজেনরাও। আমির কন্যা আবার ফাতিমার ওই পোস্টে মন্তব্য করেছেন আমার অনেকগুলো প্রিয় ছবির মধ্যে একটি। উল্লেখ্য ফাতিমা ছাড়াও সেখানে দেখা গিয়েছে ইমরান খান আশুতোষ গোয়ারিকর প্রত্যেকে।

You may also like