মহানগর ডেস্ক : পাকিস্তানি অভিনেতা হয়েও ভারতে একাধিক ছবিতে অভিনয় করেছেন ফাওয়াদ খান। পাশাপাশি তৈরি করেছেন এক বিশাল ফ্যানবেস। তার অভিনয় তার লুকস ঘুম কেড়েছে হাজার তরুনীর। বলিউডে তার শেষ ছবি এই দিল হে মুশকিল। তারপর ভারত পাক সম্পর্কের অবনতি ঘটায় আর ভারতে আসেননি তিনি। ২০১৬ সাল থেকে তাকে ব্যান করা হয়েছে। তবে এখনো বলিউডে কাজ করার স্বপ্ন রয়েছে তার। দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে নিজের মুখেই জানিয়েছিলেন ফাওয়াদ সেই কথা।
তবে বলিউডে আদৌ কোন দিন ফিরবেন কিনা সে কথা জানা নেই কারোর। আপাতত জোড় কদমে প্রস্তুতি করছেন হলিউডে নিজের ছাপ ফেলে রাখার জন্য। মিস মারভেল ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে এই পাকিস্তানি তারকাকে। এছাড়াও একাধিক হলিউড প্রজেক্ট রয়েছে তার হাতে। তবে পাকিস্তানি ছবি মৌলাজাটে নজর কেড়েছেন ফাওয়াদ। তার অভিনয় প্রশংসিত হয়েছে বিশ্ব চলচ্চিত্র জগতেও। এমনকি ভারতেয় প্রশংসা পেয়েছে তার ছবি। ফাওয়াদের সঙ্গে এই ছবিতে দেখা গিয়েছে মাহিরা খানকে।
তবে ফাওয়াদ-মাহিরা জুটি এর আগেও অভিনয় করেছিলেন হামসাফার নামক একটি সিরিজে। পাকিস্তানি সিরিজ হলেও ভারতেও ব্যাপক হিট সেটি। এছাড়া জিন্দেগি গুলজার হ্যায়, দাস্তান একাধিক কাজ করেছেন তিনি।