Home International FIFA: দেশের প্রতিটি স্কুলে ফুটবল খেলায় জোর দিতে উদ্যোগী ফিফা

FIFA: দেশের প্রতিটি স্কুলে ফুটবল খেলায় জোর দিতে উদ্যোগী ফিফা

by Arpita Sardar
FIFA, AIFF,CENTRAL GOVERNMENT, FOOT PLAYING, WOMAN FOOT BALL PLAYER, FOOTBALL PLAYING IN SCHOOL

দেশের প্রায় সব স্কুলগুলোতেই শিক্ষার্থীদের ফুটবল খেলায় উৎসাহ দিতে হবে | এই লক্ষ্যমাত্রা নিয়ে বুধবার আয়োজিত হলো ফিফার নতুন উদ্যোগ ‘ফুটবল ফর স্কুল’ | শুধু ফিফা নয়, পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা | অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের উদ্যোগে এই পরিকল্পনা বাস্তবায়িত করতে উদ্যোগী ফিফা |

সোমবার সোমবার এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফিফার মহাসচিব ফাতিমা সামুরা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং এআইএফএফ-এর সভাপতি কল্যাণ চৌবে। উদ্দেশ্য একটাই গোটা দেশে ফুটবলের জনপ্রিয়তাকে বাড়ানো |

শুধু ভারতেই নয়, গোটা বিশ্বে চলছে ফিফার এই কর্মকাণ্ড। এর মধ্যে দিয়ে সত্তর কোটি শিশু-কিশোরদের কাছে পৌঁছবার লক্ষ্যমাত্রা নিয়েছে আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা। বিশেষ করে নজর দেওয়া হচ্ছে উপজাতি গোষ্ঠীগুলোর ওপর|

ফিফার মহাসচিব বলেন, “ফুটবল এমন একটা ভাষার নাম, যা সব মানুষকে কাছাকাছি আনতে পারে। আপনি ভারতীয় হোন, সেনেগালি হোন বা ইতালিয়, যখন আপনি একটা বাচ্চার দিকে বলটা পা দিয়ে ঠেলে দেন, সেও তা কিক দিয়ে ফিরিয়ে দেবে। একসঙ্গে খেলার জন্য আপনাকে একই ভৌগলিক অঞ্চল বা একই সম্প্রদায়ের অন্তর্ভূক্ত হতে হবে না। এআইএফএফ সভাপতি মিস্টার চৌবে এবং দুই মন্ত্রীর সাহায্যে আমরা ভারতে ফুটবল ফর স্কুল প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে পারব। এই প্রকল্প স্বয়ং ফিফা সভাপতিরও খুব পছন্দের।”

ফিফার মহা সচিব ফাতিমা সামুরা জানিয়েছেন, প্রায় চার বছর আগে এই প্রকল্প শুরু হয় | শিশুরা যাতে আরও ভাল নাগরিক হয়ে উঠতে পারে তার জন্য এই প্রচেষ্টা | পাশাপাশি অংশগ্রহণকারী দের মধ্যে যাতে ৫০ শতাংশ মহিলা থাকেন সেই বিষয়েও উদ্যোগের কথা জানান |

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, সমস্ত শিশুকে শিক্ষার আওতায় আনতে কেন্দ্রের যে উদ্যোগ সেই উদ্যোগের সঙ্গে ফিফার এই প্রকল্প সামঞ্জস্যপূর্ণ | পাশাপাশি মেয়েদের অন্তর্ভুক্ত করার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী | তাই এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি |

You may also like