Home Featured FIFA World Cup QF Full Schedule: কারা ছুঁতে চলছে কোয়ার্টার ফাইনালের গোলপোস্ট? কে কার বিরুদ্ধে নামবে লড়াইয়ের মাঠে? রইল আপডেট

FIFA World Cup QF Full Schedule: কারা ছুঁতে চলছে কোয়ার্টার ফাইনালের গোলপোস্ট? কে কার বিরুদ্ধে নামবে লড়াইয়ের মাঠে? রইল আপডেট

by Arpita Sardar

মহানগর ডেস্ক: গতরাতে ছিল বিশ্বকাপের শেষ ষোলোর অন্তিম ম্যাচ। দুই ম্যাচে কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করে নিয়েছে মরোক্কো এবং পর্তুগাল। এর আগের ম্যাচ জিতে নক আউটে টিকিট কেটেছে ফ্রান্স, ইংল্যান্ড, আর্জেন্তিনা ও ব্রাজিলের মতো দলগুলি। এবার এদের লক্ষ্য সেমির টিকিট। সেই জায়গা পাকা করতে কোন দল কার বিরূদ্ধে খেলবে রইল সেই কোয়ার্টার ফাইনালের পূর্ণাঙ্গ সূচি।

শেষ আটে জায়গা করে নেওয়া দলগুলি হল – ফ্রান্স, ইংল্যান্ড, মরোক্কো, পর্তুগাল, নেদারল্যান্ডস, আর্জেন্তিনা, ক্রোয়েশিয়া এবং ব্রাজিল। দুই দিনের সীমিত বিরতি কাটিয়ে শুক্রবার থেকে মাঠে ফিরবে দলগুলি। শুক্রবার এবং শনিবার মিলে অনুষ্ঠিত হবে চারটি ম্যাচ ।

শুক্রবার, ৯ ডিসেম্বর ভারতীয় সময় রাত সাড়ে ৮টার সময় কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল এবং ক্রোয়েশিয়া। লুকা মডরিচদের বিরুদ্ধে আগ্রাসনী খেলায় মাতবে নেইমাররা। ক্রোয়েশিয়া শেষ ষোলো পর্বে জাপানকে টাইব্রেকারে হারায়। ব্রাজিল প্রি কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারায় ৪-১ ব্যবধানে। শুক্রবার গভীর রাত সাড়ে ১২টার সময় মেসির আর্জেন্তিনা বিরূদ্ধে মাঠে নামতে চলেছে নেদারল্যান্ডস। মেসিরা শেষ ষোলোয় অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টারে জায়গা করে এবং ডাচরা প্রি কোয়ার্টার ফাইনালে আমেরিকাকে ৩-১ গোলে হারিয়ে দেয়।

এবার শনিবার, ১০ ডিসেম্বর স্পেনকে হটিয়ে কোয়ার্টারে জায়গা করে নেওয়া মরোক্কো খেলতে নামবে পর্তুগালের বিরুদ্ধে। ভারতীয় সময় রাত ৮:৩০ নাগাদ শুরু হবে খেলা। মরোক্কো স্পেনকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয়। প্রি কোয়ার্টারে সুইৎজারল্যান্ডকে ৬-১ গোলের ব্যবধানে হারায় পর্তুগাল। শনিবার গভীর রাতে বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স ও ইংল্যান্ড। শেষ ষোলোয় পোল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারায় ফ্রান্স। অপরদিকে প্রি কোয়ার্টার ফাইনালে ৩-০ গোলে সেনেগালকে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড। এবার বাকিটা সময়ের অপেক্ষা। কোন ৪ দল এবার সেমির টিকিট পাকা করে নেয় তা দেখার।

You may also like