Home Entertainment Fighter : এবার দীপিকা-হৃত্বিকের সঙ্গে একফ্রেমে করণ সিং গ্রোভার? ব্যাপারটা কি?

Fighter : এবার দীপিকা-হৃত্বিকের সঙ্গে একফ্রেমে করণ সিং গ্রোভার? ব্যাপারটা কি?

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : যত দিন যাচ্ছে ফাইটার ছবির কিছু নতুন খবর সামনে আসছে। এবার শোনা যাচ্ছে দীপিকা পাড়ুকোন এবং হৃত্বিক রোশনের সঙ্গে দেখা যাবে বিপাশার বর করণ সিং গ্রোভারকে। জনপ্রিয় টিভি দিল মিল গ্যায়ি ধারাবাহীকে অভিনয় করে নজর কেড়েছিলেন করণ। তারপর যদিও বলিউডে পা রেখেছিলেন। একাধিক ছবিতে কাজ করলেও দীর্ঘদিন রূপলি পর্দা থেকে দূরে রয়েছেন করণ। এবার তাকে দেখা যাবে ফাইটার ছবিতে।

নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন এই টেলি তারকা। যেখানে পরিচালক এবং ফাইটার টিমের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেই সঙ্গে লিখেছেন,’ ধন্যবাদ আমাকে এই দলের সদস্য করার জন্য। আমি খুব উৎসাহিত তোমাদের সঙ্গে কাজ করতে পেরে’।

উল্লেখ্য এই প্রথম বলিউডের অন্যতম সফল দুই মহারথী হৃত্বিক এবং দীপিকা একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে এক অন্য ভূমিকায় দেখা যাবে দুজনকে। এর আগে একই পরিচালকের সঙ্গে জুটি বেঁধেছিলেন হৃত্বিক ওয়্যর ছবিতে।২০২৪ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি।

You may also like