মহানগর ডেস্ক: সোশ্যাল মিডিয়া খুললেই আজ কাল বস্তা বস্তা অপটিক্যাল ইলিউশন ভেসে ওঠে। আর সেই ছবি গুলির ধাঁধাগুলো সমাধান করতে হাত যেন নিশপিশ করে। আর সেই ধাঁধা সমাধানে বসে এক প্রকার নাকানি চুবানি খায় নেট দুনিয়ার বাসিন্দারা। কিন্তু হল না ধরে আগে থেকেই হেরে যাওয়া যাবে না। তাই যতই অসম্ভব হোক ধাঁধার মুশকিল আসান করতে মনযোগ দিয়ে চলে নেটাগরিবদের চিরুনী তল্লাশি।
আর অপটিকাল রিলেশন যারা তৈরি করে তারাও মানুষের দৃষ্টি বা মস্তিষ্কের পরীক্ষা নিতে একটি বিষয়ের সাথে একটি বিষয় এমন ভাবেই জুড়ে দেয় যে সেটা সহজে খুঁজে বের করা মুশকিল হয়ে যায়। এবার তেমনই একটি অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে। এবার যে চ্যালেঞ্জটি আপনার সামনে রাখা হল তা একটি ঘন বন আর সেখানে হালকা আলোর মাঝে উঁচু গাছ। গাছের চারপাশে ডালপালা এবং ছায়া দেখতে পাবেন। মাটিতে বিছিয়ে রয়েছে শুকনো পাতা এবং ছোট ঝোপ। আর এরই মাঝে একটি শিয়াল আপনাকে দেখতে পাচ্ছে। এবার সেই শিয়ালকেই ৩০ সেকেন্ডের মধ্যে আপনাকে খুঁজে বার করতে হবে।
কি পেলেন নাকি? যারা পাচ্ছেন না তাদেরকে একটু সূত্র দেওয়া যাক। ছবিটির মধ্যে শিয়ালটি তার আসল রূপে নেই, ছবির ডানদিক ঘেঁসে গাছের ডালের আশেপাশে রয়েছে। গাছের কিছু ছায়া মিলে অনেকটা শেয়ালের মুখাকৃতি তৈরি হয়েছে।
কি এবার চোখে পড়েছে? তাহলে আর দেরি কেন আপনিও নিয়ে বাকি মানুষদের চোখের পরীক্ষা।