মহানোগর ডেস্ক: সম্প্রতি সমাজমাধ্যমে নানান ধরনের দৃষ্টিভ্রম সৃষ্টিকরি ছবি নিয়ে হইচই পড়ে। এই ছবি গুলি আসে একেবারে ধাঁধার আকারে। আর প্রত্যেকেই সেগুলি সমাধান করতে উঠে পড়ে লাগে। আর সেই ভ্রম কাটিয়েই আপনার দৃষ্টি সঠিক বিষয়টিকে বেছে নিতে পারছে কি না, সেটি এই অপটিক্যাল ইলিউশনের মূল আকর্ষণ থাকে। এই ইলিউশনে চেনা জিনিসও অনেক সময় আমাদের চোখকে ধোঁকা দেয়। এক মুহূর্তে সেটা যে বস্তু মনে হয়, পরক্ষণে আবার তা অন্য মনে হয়।
আজেকের ছবিতেও রয়েছে, দুটি শব্দ। সবুজ কালো ডোরা কাটা দাগের মধ্যেই লুকিয়ে আছে সেই শব্দ দুটি। সেটি ২০ সেকেন্ডের মধ্যে বার করে দিতে হবে। তবে বাজি ধরে বলা যায় যে, ভাল করে খুঁটিয়ে দেখলেও ওই দুই শব্দের হদিশ পাওয়া প্রায় মুশকিল। অর্থাৎ শব্দ দু’টি বহু খোঁজার পরও প্রায় ৯৯ শতাংশ মানুষই ওই দুই শব্দ খুঁজে বার করতে পারেননি। তবে আপনি যদি ওই ১ শতাংশ মানুষের মধ্যে পরেন অর্থাৎ সময়ের মধ্যে খুঁজে পান তা-হলে বলতে হবে আইকিউ এর জোড় রয়েছে।
এই অপটিক্যাল ইলিউশনটি তৈরি করেছে রেনবো রিচেস ক্যাসিনো। তবে শব্দ দু’টিকে খুঁজে না-পেলেও সমস্যা নেই। কারণ অতিরিক্ত সময় নিয়েও খুঁজে বার করা যেতে পারে ওই শব্দ দু’টি। ইতিমধ্যেই যাঁরা খুঁজে পেয়ে গিয়েছেন, বলতেই হচ্ছে যে, তাঁদের নজর খুবই তীক্ষ্ণ। তবে যাঁরা এখনও পাননি, তাঁদের জন্য ছোট্ট একটা হিন্ট দেওয়া যাক। আমরা এটুকু বলে দিতে পারি যে, প্রথম শব্দটি ‘F’ অক্ষর দিয়ে শুরু হচ্ছে। আর দ্বিতীয় শব্দটি শুরু হচ্ছে ‘S’ অক্ষর দিয়ে। এখন কি পাওয়া গেল? অবশ্য এর পরে খুঁজে না-পেলেও কোনও সমস্যা নেই। তার জন্য বলে হেওয়া হবে।ঘাপটি মেরে থাকা প্রথম শব্দটি হল ‘FREE’ আর দ্বিতীয় শব্দটি হল ‘SPIN’।