Home Top Stories Fire: প্রযোজনা সংস্থার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৮ ইঞ্জিন

Fire: প্রযোজনা সংস্থার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৮ ইঞ্জিন

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: বৃহস্পতিবার সাত-সকালে কুঁদঘাটের একটি প্রযোজক সংস্থার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের ১৮ টি ইঞ্জিন ইতিমধ্যে গিয়ে উপস্থিত হয়েছে। সূত্রের খবর, ভিতরে প্রচুর দ্রহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আপাতত আগুন নিয়ন্ত্রণে এলেও গোডাউনের মধ্যেকার দুটি প্যাকেট এখনও জ্বলছে। মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে (Fire)।

জানা গিয়েছে, ভোর ৫.৩০ মিনিট নাগাদ কুঁদঘাটের ২৬ নম্বর বাবুরাম ঘোষ রোডে একটি প্রযোজনা সংস্থার গোডাউনে এই আগুন লেগেছে। ঘটনার খবর পাওয়া মাত্রই ১৫টি ইঞ্জিন দমকলের ইঞ্জিন ছুটে যায় ঘটনাস্থলে দিকে। পড়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে যায় আরও ৩ টি ইঞ্জিন।

মনে করা হচ্ছে, এই প্রযোজিত সংস্থার গোডাউনে প্রায় ১৭টি এসি মেশিন ছিল। তার মধ্যে যে কোনও একটি এসি মেশিন যা সারারাত চলছিল, সেখানে থেকেই শর্ট সার্কিট হয়ে এই অগ্নিকাণ্ডটি ঘটে। আর এই আগুনকে দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করে গোডাউনের মধ্যে থাকা বহু দাহ্য থেকে অতিদাহ্য বস্তু। এই আগুনের লেলিহান শিখা এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে তা বাইপাসের ধারের রাস্তা থেকেও দেখা যাচ্ছিল।

ঘটনার খবর পাওয়া মাত্রই ছুটে যান মন্ত্রী তথা বিধায়ক অরূপ বিশ্বাস। তাঁকে দেখে রীতিমতো নিজেদের ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা। তাঁদের দাবি, দমকলকে সময়মতো খবর দেওয়া হলেও দমকল আসে দেরি করে, যার ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। কিভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। এ বিষয়ে দমকল কর্মীরা কিছু বলতে নারাজ। তদন্ত করে সমস্ত বিষয়টি দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন অরূপ বিশ্বাস।

You may also like