মহানগর ডেস্ক: বিশাখাপত্তনমে রবিবার রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল কমপক্ষে পঁচিশটি মাছ ধরার বোট। আগুন নিয়ন্ত্রণ করতে এবং নেভাতে সেখানে পৌছয় একাধিক ফায়ার ইঞ্জিনকে। প্রতিটি বোটের দাম পনেরো লক্ষ টাকার কাছাকাছি। মোট ক্ষতির পরিমাণ চার থেকে পাঁচ কোটি বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার রবিশঙ্কর জানিয়েছে একটি মাছ ধরার নৌকোয় প্রথমে আগুন লাগে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য আগুন জ্বলতে থাকা বোটটিকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু প্রবল বাতাসে ও জলস্রোতে সেটিকে জেটিতে ফিরিয়ে আনে।
এরপর বাকি বোটগুলিতে আগুন ধরে যায়। বোটে মজুত করা ডিজেল ও গ্যাস সিলিন্ডারে আগুন ছড়িয়ে পড়ে। এরপর গোটা জেটি জুড়ে ব্যাপক আগুন ছড়িয়ে যায়। মৎস্যজীবীদের সন্দেহ কিছু দুষ্কৃতী আগুন লাগিয়েছে। তাদের সন্দেহ কোনও একটি বোটে থাকা দুষ্কৃতী দুষ্কর্ম ঘটিয়েছে। একাধিক ভিডিওয় দমকমের লোকজনদের আগুন নেভাতে দেখা দিয়েছে।মৎস্যজীবীরা অসহায়ভাবে তাদের জীবিকা নির্বাহ করার মাছ ধরার বোটগুলি দাউদাউ করে জ্বলে যেতে দেখছেন। জ্বালানি ট্যাঙ্কে আগুন লাগায় উপকূল অঞ্চলে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ কমিশনার জানিয়েছেন ঘটনাটি নিয়ে বহুস্তরীয় তদন্ত করা হবে। তবে হতাহতের কোনও খবর নেই।