মহানগর ডেস্ক: সাতসকালে বিস্ফোরণ। গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিদগ্ধ একই পরিবারের ৫ সদস্য। ঘটনা ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। টের পাওয়া মাত্রই স্থানীয়রা খবর দেন দমকলে। দমকল আধিকারিকরা দ্রুতই আগুন নিয়ন্ত্রণ আনেন। উদ্ধার করেন পরিবারের সদস্যদের। তাঁদের ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা প্রত্যেককে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছে ফরেনসিক টিম। কি থেকে এই বিস্ফোরণ তা জানার চেষ্টা করা হচ্ছে (Fire)।
জানা যাচ্ছে, মহেশতলার রবীন্দ্রনগর থানার টিজি রোডের বাসিন্দা সন্দীপ যাদব। তিনি পেশায় একজন ট্রাক চালক। তাঁর স্ত্রীর নাম রানি যাদব। তাঁদের তিন সন্তান। পরিবারের মোট এই ৫ জন সদস্য ওই এলাকার একটি বাড়িতে থাকতেন।
কিভাবে বিস্ফোরণ ঘটে? তা খোঁজ নিতে গিয়ে স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টে নাগাদ গ্যাসে জল গরম বসানো হয়েছিল। সেই সময় আচমকাই বিস্ফোরণটি ঘটে। মুহূর্তের মধ্যে গ্যাস সিলিন্ডার ফেটে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে ঘরের চাল ফেটে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় বাড়ির ছাদ, দুমড়ে যায় সিলিং ফ্যান, ছন্নছাড়া হয়ে পড়ে গোটা ঘর।
একেবারে চিল ভোরে এই অগ্নিকাণ্ড ঘটায় সেই সময় ঘরের মধ্যে পরিবারের সকলেই উপস্থিত ছিল। ফলে অগ্নিকাণ্ডে দগ্ধ হতে পারেন সকলেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় পরিবারের পাঁচ জনের। দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে উপস্থিত হন ফরেনসিক বিশেষজ্ঞরা। তাঁরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন কী থেকে হঠাৎ ভোরবেলা বিস্ফোরণ ঘটল।