মহানগর ডেস্ক: ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রকল্প নিয়ে রীতিমতো শিহরিত বউবাজারের বাসিন্দারা। গতকাল ফের বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। যার ফলে কয়েক ঘন্টার জন্য জিনিসপত্র নিয়ে বাড়িছাড়া হতে হয়ে ছিল এলাকাবাসীদের। বারবার কেন এমন পরিস্থিতি? মেট্রোর কর্তৃপক্ষ কিভাবে কাজ করছে? তা খতিয়ে দেখতে কলকাতা পুরসভায় জরুরি বৈঠকে বসতে চলেছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, ‘জোড়া তাপ্পি লাগিয়ে কাজ করছে মেট্রো। যেভাবে বাড়িগুলোতে ফাটল দেখা দিচ্ছে মেট্রোর উচিত নতুন করে ভেঙে বাড়ি তৈরি করে দেওয়া।’ নতুন করে কালী পুজোর আগে যাতে আর বউবাজারের বাসিন্দাদের বিপত্তির মুখে পড়তে না হয়, তার জন্যই এই বৈঠক বলে জানা যাচ্ছে।
জানা গিয়েছে, আজ শনিবার বেলা ১২টা নাগাদ নির্মাণ সংস্থা কেএমআরসিএল–এর কর্তাদের বৈঠকে ডেকেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভায় সেই বৈঠক হবে। বারবার বউবাজারে কেন একই ঘটনা ঘটছে? আর যাতে বিপত্তি না ঘটে, তার জন্যই তড়িঘড়ি বৈঠক ডাকা হয়েছে।
বউবাজারে বারবার বিপত্তি নিয়ে মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘’জোড়াতাপ্পি দিয়ে কাজ করছে মেট্রো। এভাবে সমস্যার সমাধান হয় না। স্থায়ী সমাধান চাই। কর্তৃপক্ষের উচিত গোটা এলাকা সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দিয়ে নতুন করে বাড়ি তৈরি করে দেওয়া উচিত। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য ওদের উচ্চপদস্থ কেউ আসছেন না কথা বলতে। বুঝতে পারছি না ওঁরা কী চাইছে। আমরা আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদেরকে এবং মাটি বিশেষজ্ঞদেরকে ডেকেছিলাম। প্রয়োজনে আবার ডাকব।’