Home Featured FIRHAD HAKIM: প্রকল্পে প্রধানমন্ত্রীর নামের সঙ্গে জুড়তে হবে মুখ্যমন্ত্রীর নাম, দাবি ফিরহাদ হাকিমের

FIRHAD HAKIM: প্রকল্পে প্রধানমন্ত্রীর নামের সঙ্গে জুড়তে হবে মুখ্যমন্ত্রীর নাম, দাবি ফিরহাদ হাকিমের

by Arpita Sardar
firhad hakim, central government project, state government, prime minister, chief minister

মহানগর ডেস্কঃ ১০০ দিনের কাজের প্রকল্পের পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় সরকারের প্রকল্পে বঞ্চিত হচ্ছে এই রাজ্য, এই অভিযোগ নিয়ে বহুবারই সরব হয়েছে রাজ্যের শাসক দল। বঞ্চনার অভিযোগ আনেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার ফের এই ইস্যুতে মুখ খুলতে দেখা গেল রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

কেন্দ্র সরকারের উদ্দেশ্যে ফিরহাদ হাকিম বলেন, কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখে রাজ্যকে টাইট দিচ্ছে না। টাইট দিচ্ছে গরিব মজদুরদের। রাজ্যের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজেপির নেতা মন্ত্রীদের দাবি কেন্দ্র সরকারের নামে বিভিন্ন প্রকল্প হলেও পরবর্তীতে তা বদল করে বাংলার নাম দিয়ে চালানো হয়। পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও আনা হয় বিজেপির তরফে। এবার সেই উদ্দেশ্যেই পাল্টা কটাক্ষ ফিরহাদ হাকিমের।

ফিরহাদ বলেন, কেন্দ্রীয় প্রকল্পের টাকা আসলে বাংলার মানুষের ট্যাক্সের টাকা। তিনি দাবি করেন, এই রাজ্য থেকে ৪৪ হাজার ৬৩৮ কোটি টাকা নিয়েছে কেন্দ্র। এর একটা অংশ কেন্দ্রের দেওয়ার কথা থাকলেও সেটা দেওয়া হয়নি বলে জানান ফিরহাদ। পাশাপাশি তিনি দাবি করেন, জিএসটি থেকে এক্সাইজ সবক্ষেত্রেই লক্ষ লক্ষ টাকা নিয়েছে কেন্দ্র, তার বিনিময়ে বাংলার কপালে শুধুই বঞ্চনা।

মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার মানুষ দেয় ৫৭ শতাংশ আর বাকিটা দেয় কেন্দ্র সরকার। তাহলে সেক্ষেত্রে কেন শুধু কেন্দ্রের নাম ব্যবহার করা হবে তা নিয়েই প্রশ্ন তোলেন ফিরহাদ। তিনি জানান, গ্রামে যে প্রকল্পগুলি চলছে সেখানে কেন্দ্রের দেওয়া অর্থের পরিমাণ মাত্র ৪০ শতাংশ। শহরের ক্ষেত্রে তা ২৫ শতাংশ। তাহলে প্রকল্পে শুধুই প্রধানমন্ত্রীর নাম কেন থাকবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি দাবি করেন, প্রকল্পে প্রধানমন্ত্রীর নামের সঙ্গে জুড়তে হবে মুখ্যমন্ত্রীর নামও।

You may also like