মহানগর ডেস্ক: শনিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ছিল। কলকাতার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানে একাধিক বিষয় নিয়ে কথা বলেন তিনি। সেখান থেকেই তিনি ফুটের ওপর দোকানদারদের জানান, ডাস্টবিনের ব্যবস্থা করতে না পারলে দোকান খোলা যাবে না। এছাড়াও রাস্তার বাতি নিয়ে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের হুঁশিয়ারিও দিতে দেখা যায় ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)।
আরও পড়ুন: অগ্নিবীররা ‘চাকরি ‘ করবেন বিজেপি পার্টি অফিসে!
বর্ষা ঢুকে গিয়েছে দক্ষিণবঙ্গে। অত্যাধিক পরিমাণে না হলেও, প্রতিদিনই কম-বেশি বৃষ্টি হচ্ছে শহরে। এমন পরিস্থিতিতে বৃষ্টির পরিমাণ বাড়লে রাস্তায় জল জমারও সম্ভাবনা দেখা দেবে। সেদিকে নজর রেখে এদিন বৈঠকে মেয়র জানান, ‘ফুটপাথে খাবার বিক্রেতারা তাঁদের দোকানের সব বর্জ্য পদার্থ রাস্তায় ফেলছেন। ফলে শহর নোংরা হচ্ছে। আর সেই বর্জ্য গিয়ে নিকাশিনালার মুখ বন্ধ করে দিচ্ছে। যদি কোনও বিক্রেতা ডাস্টবিন ব্যবহার না করেন, তাহলে তাঁকে ফুটপাথে ব্যবসা করতে দেওয়া হবে না।’
এখানেই শেষ নয়, রাস্তাঘাটের বাতি নিয়ে মেয়র বলেন, ‘জনপ্রতিনিধিরা আম খেতে এসেছে, গাছ গুনতে নয়। কাউন্সিলর ওয়ার্ডের জন্য বাতি চাইলে তার ব্যবস্থা সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের করে দিতে হবে। যদি স্টোরে না থাকে তাহলে মেয়রের কাছে আসবেন।’ এরপরই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বাতির কিন্তু ব্যবস্থা না করলে আধিকারিককে সাসপেন্ড করা হবে।’
এছাড়াও ফিরহাদ হাকিম আরও বলেন, ‘বাতি লাগানোর জন্য যে সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদেরই পাঁচ বছরের জন্য বাতিগুলি লাগানোর পাশাপাশি রক্ষণাবেক্ষণও করতে হবে। কোনও বাতি খারাপ হলে, ওই সংস্থাকেই পরিবর্তন করতে হবে।’