মহানগর ডেস্কঃ কার্ড পাঞ্চ করলে এবার টাকা নয়, মিলবে সোনার কয়েন। হায়দ্রাবাদে চালু হল দেশের প্রথম গোল্ড এটিএম। ডেবিট বা ক্রেডিট কার্ডের সাহায্যে এখান থেকে সহজেই কেনা যাবে বিভিন্ন মাপের সোনার কয়েন । হায়দ্রাবাদের বেগমপেটে দেশের প্রথম সোনার এটিএম চালু করেছে গোল্ড সিক্কা প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি সংস্থা। হায়দ্রাবাদের একটি স্টার্ট আপ সংস্থার প্রযুক্তিগত সহায়তা নিয়ে তৈরি হয়েছে বিশেষ এটিএম। প্রতিদিনের সোনার দামের ওঠা পড়ার হিসেবজে নজরে রেখেই কয়েনের দাম স্থির করবে এই মেশিন। আগামী দু’বছরের মধ্যে হায়দ্রাবাদে আরও কয়েকটি গোল্ড এটিএম তৈরির পরিকল্পনা রয়েছে এই সংস্থার।
গোল্ড সিক্কা প্রাইভেট লিমিটেড অনলাইনে গয়না বিক্রি করে। পরবর্তী পদক্ষেপ হিসেবেই তাদের সংস্থার তরফে সোনার এটিএম। ওপেন কিউব টেকনোলজিস নামের একটি স্টার্ট আপ সংস্থার প্রযুক্তিতে এই এটিএম তৈরি হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, এই সোনা কয়েন কেনার জন্য এটিএমে ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে। মেশিনের ডিসপ্লেতে থাকবে সেই মুহূর্তের সোনার দাম।
সংস্থার তরফে জানানো হয়েছে, আপাতত আট রকম ওজনের সোনার কয়েন পাওয়া যাবে এই মেশিনে। ০.৫ গ্রাম থেকে ১০০ গ্রাম ওজনের সোনার কয়েন পাওয়া যাবে এটিএম থেকে। মেশিনের ভিতরে যাতে কোনও ক্ষতি না হয়, তার জন্য সোনার কয়েনগুলিকে রাখা হয়েছে বিশেষ প্যাকেটে করে। পাশাপাশি সোনার কয়েনের বিশুদ্ধতার সার্টিফিকেটও থাকবে।
আগামি কয়েক বছরেই দেশের বিভিন্ন অংশে আরও কয়েকটি এরকম গোল্ড এটিএম তৈরির পরিকল্পনা আছে এই সংস্থার।