Home Featured Five Million Data Stolen : ছ লক্ষ ভারতীয়র ফেসবুক, গুগল তথ্য চুরি করে বিক্রি করার অভিযোগ!

Five Million Data Stolen : ছ লক্ষ ভারতীয়র ফেসবুক, গুগল তথ্য চুরি করে বিক্রি করার অভিযোগ!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: বিশ্বজুড়ে পাঁচ মিলিয়ন মানুষের তথ্য চুরি করে (Five Million Data Stolen) বিক্রি করা হয়েছে বট মার্কেটে। এর মধ্যে ছ লক্ষ ভারতীয় রয়েছেন। এই ঘটনায় সব থেকে প্রভাব পড়তে চলেছে ভারতীয়দের ওপর বলেই আশঙ্কা করা হচ্ছে। এই বট মার্কেট (BOT Market) ম্যালওয়ারে হ্যাকাররা চুরি করা তথ্য বিক্রি করে থাকে। চাঞ্চল্যকর ঘটনাটি জানিয়েছে বিশ্বের বৃহত্তম ভিপিএন সার্ভিস প্রোভাইডার নর্ড ভিপিএন। লিথুনিয়ায় নর্ড সিকিউরিটি তাদের সমীক্ষায় জানিয়েছে ইউজার লগ ইন,কুকিস, ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট, স্ত্রিন শট ও অন্যান্য তথ্য গড়পড়তা ভারতীয় মুদ্রায় চারশো নব্বই টাকায় বিক্রি করছে হ্যাকাররা। গত চার বছর ধরে নর্ড ভিপিএন চুরির বিষয়টির ওপর নজরদারি চালিয়ে যাচ্ছে। বট মার্কেট ২০১৮ সালে তৈরি হয়। এই কবছরের মধ্যে তারা তথ্য কেনাবেচা শুরু করে দিয়েছে। সম্প্রতি সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছে ভারত।

গত মাসে সরকারি হাসপাতাল এইসের একাধিক সার্ভার আক্রান্ত হয়। হাসপাতালের সার্ভারে মন্ত্রী,রাজনীতিবিদ-সহ সাধারণ মানুষের তথ্য রয়েছে। এর এক সপ্তাহ পর এআইআইএমএসের সার্ভারে হামলা চালানোর চেষ্টা করে হ্যাকাররা। একমাত্র এ বছরের শুরুতে ভারতের সাইবার নিরাপত্তাকে আঁটোসাঁটো করা হয়। ইন্ডিয়ান কমপিউটর এমার্জেন্সি রেসপন্স টিমকে নিয়ে তথ্য সুরক্ষার বিষয়টি জোরদার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালানো হয়। কোনও রকম তথ্য চুরি নিয়ে কিছু দেখতে পেলে ছ ঘণ্টার মধ্যে তা নিয়ে রিপোর্ট করে এই টিম। তথ্য ও যোগাযোগ সংক্রান্ত লগ ছ মাসের জন্যে নজরদারি চালায়। নর্ডভিপিএনের সমীক্ষায় তিন বড় বট মার্কেটের দিকে নজর দেওয়া হয়েছে। সেগুলি হল জেনেসিস মার্কেট, দ্য রাশিয়ান মার্কেট ও টু ইজি। ওই তিনটি মার্কেটে নজরদারি চালিয়ে চুরি যাওয়া লগইনের সন্ধান পেয়েছে। সেগুলির মধ্যে রয়েছে গুগল,মাইক্রোসফট ও ফেসবুক অ্যাকাউন্ট।

You may also like