Home Featured Assam: অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে চুলের মুঠি ধরে মার ছাত্রের! ঘটনায় উত্তাল স্কুল ক্যাম্পাস

Assam: অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে চুলের মুঠি ধরে মার ছাত্রের! ঘটনায় উত্তাল স্কুল ক্যাম্পাস

by Arpita Sardar

মহানগর ডেস্ক: ছেলে পড়াশোনা করছে না, বাবা-মাকে এই অভিযোগ করায় অন্তঃস্বত্তা শিক্ষিকাকে (Pregnant Teacher Manhandled) স্কুল ক্যাম্পাসের ভেতরেই চুলের মুঠি ধরে বেধড়ক মারধোর করে একদল ছাত্র। শিক্ষিকা পাঁচ মাসের গর্ভবতী ছিলেন বলে জানা যাচ্ছে। এমনকি সেই শিক্ষিকাকে বাঁচাতে আসা বাকি সহ শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের ভাইস-প্রিন্সিপালকেও ছাড়েনি ছাত্রেরা বলে অভিযোগ। নির্মম ঘটনাটি ঘটেছে অসমের (Assam) ডিব্রুগড় জেলার জওহর নভোদয় বিদ্যালয়ের।

সূত্রের খবর, ঘটনার দু’দিন আগে অভিভাবক-শিক্ষক পরিষদের (Parents-teacher council) মিটিং ছিল। সেখানে ছাত্র-ছাত্রীদের পড়াশুনো, ব্যাবহার নিয়ে অভিভাবকদের গতানুগতিক কথোপকথন হয়। সেই মিটিং এই ইতিহাসের একজন শিক্ষিকা কয়েকজন ছাত্রের নামে তাদের বাবা-মায়ের কাছে তারা পড়াশোনা করছে না, ক্লাসেও ঠিকমতো আসে না বলে অভিযোগ জানায়। এরপরই মঙ্গলবার নালিশ করার অপরাধে পরিকল্পনা করেই ওই শিক্ষিকার সঙ্গে এমন ভয়ঙ্কর ঘটনা (Pregnant Teacher Manhandled ) ঘটায় দশম ও একাদশ শ্রেণির কিছু ছাত্র। এমনটাই পুলিশকে জানিয়েছেন ভাইস প্রিন্সিপাল রথিস কুমারই।

স্কুল কর্তৃপক্ষের দাবি, দশম ও একাদশ শ্রেণির ২০-২২ জন ছাত্র এই ঘটনায় জড়িত। তারাই দল বেঁধে ওই শিক্ষিকার ওপর হামলা করে। ঘটনার পর থেকে ক্রমশ প্রহিত অন্তসত্ত্বা শিক্ষিকার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এমনকি আগে থেকেই তাঁর গর্ভকালীন কিছু জটিলতা থাকায় তাঁর অবস্থা সঙ্কটজনক। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। যদিও এই ঘটনার প্রেক্ষিতে স্কুলের তরফে কোনও এফআইআর দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে খবর।

You may also like