মহানগর ডেস্কঃ দিল্লির দূষণ নিয়ে ব্যাপক চর্চা গোটা দেশ জুড়ে। নভেম্বরের শুরু থেকেই গোটা রাজধানী শহর ধোঁয়াশায় আচ্ছন্ন। কেন্দ্রীয় দূষণ পর্ষদের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ক’দিন দিল্লির বাতাসের মানও ক্রমাগত মারাত্মক মাপকাঠিতে পৌঁছেছে।
রাজধানীর এই দূষণ পরিস্থিতিই এবার রসিকতার পর্যায়ে নিয়ে গেল খাবার ডেলিভারি সংস্থা জোমাটো-র টুইট। জোমাটো-র তরফে জানানো হয়েছে, তাদের ডেলিভারি করা চিকেনে যদি স্মোকি চিকেনের ফ্লেভার পাওয়া যায়, সেক্ষেত্রে তাদের চ্যাট সাপোর্ট কোনও সাহায্য করতে পারবে না।
স্মোকড চিকেন বলতে রাজধানী শহরের দূষণ ধোঁয়াকেই বুঝিয়েছে জোমাটো সংস্থা। দূষণকে এইভাবে হাস্যরসের মাধ্যমে প্রকাশ করা নিয়েই শোরগোল পড়েছে ইতিমধ্যেই টুইটটি ১৩,০০০ লাইক পেয়েছে। সেই সঙ্গে রি-টুইটও করেছেন অনেকে। কেউকেউ জানিয়েছেন কাঁচা চিকেন নিয়ে গেলেও রাস্তার মধ্যে তা গ্রিলড হয়ে যাবে।
রসিকতা করা হলেও, দিল্লির দূষণের মাত্রা যে ক্রমাগতই ভয়াবহ হয়ে উঠছে, তাতে রীতিমত উদ্বিগ্ন নাগরিকেরা। নিজেদের ক্ষোভ সোশ্যাল মিডিয়াতে উগরেও দিয়েছেন তাঁরা। পাশাপাশি মাত্রাতিরিক্ত দূষণে ক্রমশ অসুস্থ হয়ে পড়ছে রাজধানী শহরের শিশুরা। দিল্লির হাসপাতালগুলিতে ক্রমাগত রোগীর ভিড় বাড়ছে। হাসপাতালগুলিতে শিশু রোগী সংখ্যা যে বায়ুদূষণের কারণেই বৃদ্ধি পাচ্ছে তা স্বীকার করে নিয়েছেন শিশু চিকিৎসকেরাও। শুধু শিশুরাই নয়। বায়ুদূষণের কবলে পড়েছে শহরের বয়স্ক নাগরিকেরাও।
আবহাওয়াজনিত কারণের জন্য বায়ুসূচকের মান আরও খারাপ হওয়ার পূর্বাভাস রয়েছে। অর্থাৎ, আরও খারাপ হবে আবহাওয়া। আরও কুয়াশার স্তরে ঢাকা পড়বে রাজধানী। ফলে সতর্ক থাকতে বলা হয়েছে নাগরিকদের।