আটকে পড়া শ্রমিকদের জন্য এই প্রথম পৌঁছনো হচ্ছে গরম গরম খিচুরি

মহানগর ডেস্ক: টানেলে টানা এক সপ্তাহ আটকে থাকার পর এই প্রথম একচল্লিশজন শ্রমিকের কাছে পৌঁছে দেওয়া হল গরম খিচুরি। সরু বোতলে গরম খিচুরি ভরে তা পৌঁছে দিচ্ছেন উদ্ধারকারীরা। খিচুরি রান্না করেছে হেমন্ত নামে একজন। তিনি জানান এই প্রথম আটকে পড়া শ্রমিকদের কাছে গরম খিচুরি পৌঁছে দেওয়া হচ্ছে। তাদের খিচুরি রান্না করার সুপারিশ করা হয়েছিল। সেইমতো খিচুরি রান্না করে শ্রমিকদের কাছে সরু বোতলে ভরে পৌঁছে দেওয়া হচ্ছে।

গত বারো তারিখে সিলকিয়া খেরে বারকোটে নির্মীয়মাণ টানেল আচমকাই ধসে পড়ে। ধসে পড়া টানেলে একচল্লিশজন শ্রমিক আটকে পড়েন। এদিন সকালে প্রথম ছ ইঞ্চি পাইপ দু কিলোমিটার টানেলে পাঠানো হয়। উদ্ধারকাজে ভারপ্রাপ্ত কর্নেল দীপক পাতিল জানান এই বিকল্প লাইফ লাইনের মাধ্যমে তাঁরা খাবার, মোবাইল ফোন ও চার্জার পাঠাতে পাঠাতে পারবেন। আটকে পড়া শ্রমিকদের কোন কোন খাবার পাঠানো যাবে, চিকিৎসকদের সাহায্যে তার তালিকা তৈরি করে করেছেন তাঁরা। শ্রমিকদের অবস্থা মাথায় রেখেই তালিকা তৈরি করা হয়েছে।

কর্নেল জানান তাঁরা প্লাস্টিকের সিলিন্ড্রিকাল বোতল, যার মুখটা চওড়া,তার মধ্যে কলা,আপেল, খিচুরি ও ডালিয়া পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সকালে জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন পর্ষদের পরিচালক অংশুমণীশ খুলকো জানান এই ঘটনায় আটকে পড়া শ্রমিকদের মধ্যে উল্লাস দেখা গিয়েছে। পরিচালক জানান উদ্ধারকর্তারা আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে পূর্ণশক্তি নিয়ে কাজ চালাচ্ছেন। ইতিমধ্যেই ডিআরডিও থেকে দুটি রোবোটিক টানেলে নিয়ে আসা হয়েছে। আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে গিয়ে টানেলে ধ্বংসস্তূপে সমস্যার মুখোমুখি হচ্ছে রোবোটিক মেশিন দুটি।