মহানগর ডেস্কঃ বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র তিনটে দিন। এই বিশ্বকাপে মোট ৩২ টি দেশ নেবে অংশ। ২৯ দিনে ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এই ৩২ টি দলকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। নক আউট পর্যায়ে পৌঁছবে ১৬টি দল।
২০ নভেম্বর আয়োজক কাতার বনাম ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ। ২৯ দিনের মধ্যে বিশ্বকাপ শেষ করার লক্ষ্যেই প্রায় প্রতিদিনই খেলা রেখেছে ফিফা। এই বিশ্বকাপ সরাসরি সম্প্রচারিত হবে Sports 18 এবং Sports 18 HD চ্যানালে। ভারতে কেবলমাত্র এই দুটি চ্যানেল থেকেই দেখা যাবে বিশ্বসেরা হওয়ার ময়দানের লড়াই।
এ তো গেল টিভির চ্যানেল। তবে আজকালকার ব্যস্ততার মধ্যে ড্রয়িং রুমে আয়েস করে বসে টিভিতে বিশ্বকাপ দেখার সৌভাগ্য কি আর সকলের হয়? তাই ভরসা হাতের মুঠোযন্ত্রের উপরই। সেক্ষেত্রে জিওর কানেকশন থাকলে তো চিন্তাই নেই। জিও সংস্থার তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে জিও সিনেমা অ্যাপ থেকে অনলাইনে বিশ্বকাপ ফুটবলের প্রতিটি ম্যাচ সরাসরি দেখা যাবে। Android এবং iOS ডিভাইসে জিও সিনেমা অ্যাপ ডাউনলোড করে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের সব ম্যাচ। পাশাপাশি ল্যাপটপ থেকে জিও সিনেমা ওয়েবসাইট ওপেন করে ফ্রি তে লাইভ স্ট্রিম করা যাবে।
শুধু জিও গ্রাহকেরা নন, এয়ারটেল, ভিআই ও বিএসএনএল গ্রাহকেরা নিজের ফোন অথবা ল্যাপটপে বিশ্বকাপের সব ম্যাচ বিনামূল্যে লাইভ দেখতে পাবেন। অন্যদিকে শুধু ইংরেজিই নয়। হিন্দি, তামিল, মালায়লম এবং বাংলায় ধারাভাষ্য শোনা যাবে জিও সিনেমা অ্যাপে।