মহানগর ডেস্ক: মানুষের রূপ ধরে স্বর্গের দেবদূতেরা এই পৃথিবীতেই রয়েছেন। এমন আপ্তবাক্য যেন পুরোপুরি সত্যি হল বিহারের রাজধানী পাটনার ফুটপাথে বড় হওয়া বিশেষভাবে সক্ষম অনাথ অরজিতের জীবনে (Footpath Boy)। ফুটপাথে মানুষ হওয়া সেদিনের সেই অনাথ শিশু এবার বিমানে চেপে আমেরিকায় পাড়ি দিচ্ছে (Flying To US) জীবনের নতুন অধ্যায় শুরু করতে। অরজিতের জীবন অবশ্য খুব বেশিদিনের নয়। মাত্র আটবছর। বছর তিনেক আগে কনকনে শীতে ফুটপাথে পরিত্যক্ত অবস্থায় (Found As Abondoned) পাওয়া গিয়েছিল। এবার সেই পরিত্যক্ত শিশুকে আমেরিকার এক চিকিৎসক দম্পতি দত্তক নিয়েছেন, যাতে তার ভাগ্য তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়েছে। মার্কিন চিকিৎসক দম্পতিদের কাছে সে এখন মানুষ হবে। তাকে দত্তক নেওয়ার সমস্ত কাগজপত্র তৈরি হয়ে গিয়েছে। চিকিৎসক দম্পতি আমেরিকা থেকে শীগ্গিরই উড়ে আসবেন পাটনায়।
তাঁরা অরজিতের সমস্ত চিকিৎসাও করাবেন আমেরিকায়। বছর দুয়েক আগে চিকিৎসক দম্পতি কলনেল মিলার ও ক্যাথলিন মিলার তাকে হতভাগ্য অনাথ অরজিতকে দত্তক নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। জানা গিয়েছে চিকিৎসক দম্পতি অরজিতের পাসপোর্টের জন্য আবেদন করেছেন। যখনই পরিচয় সংক্রান্ত কাগজ পত্র তৈরির কাজ শেষ হয়ে যাবেন, তখনই অরজিত বিমানে করে উড়ে যাবে আমেরিকায়। পাটনার দানাপুরের এসডিএম প্রদীপকুমার সিং জানিয়েছেন, ওই চিকিৎসক দম্পতি কেন্দ্রের বিদেশমন্ত্রকে পাসপোর্টের জন্য আবেদন করেছেন। যখন তা হাতে পাবেন,তখনই অরজিতকে নিয়ে তাঁরা আমেরিকায় ফিরে যাবেন। দত্তক নেওয়ার সমস্ত কাজও তাঁরা ইতিমধ্যেই সেরে ফেলেছেন। সংবাদ মাধ্যমকে কলনেল মিলার জানিয়েছেন তাঁরা শিশুদের খুব ভালোবাসেন। দত্তক নেওয়ার প্রক্রিয়া অনেক দীর্ঘসময়ের ব্যাপার। তবে তাঁরা খুশি যে শেষপর্যন্ত তা সম্ভব হয়েছে। তাঁরা একজন ছেলে পেয়েছেন, যা তাঁদের মনে খুশি এনে দিয়েছে। অন্য সন্তানদের যে যত্ন তাঁরা করে থাকেন, সেই একই যত্ন অরিজিতকে তাঁরা করবেন।