Home Featured Yashwant Sinha: ‘আরও মহৎ কারণের জন্য…’, তৃণমূল ছাড়লেন যশবন্ত সিনহা

Yashwant Sinha: ‘আরও মহৎ কারণের জন্য…’, তৃণমূল ছাড়লেন যশবন্ত সিনহা

by Anamika Nandi
Yashwant Sinha: 'আরও মহৎ কারণের জন্য...', তৃণমূল ছাড়লেন যশবন্ত সিনহা

মহানগর ডেস্ক: সামনেই রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election)। জানা গিয়েছে, সবকিছু ঠিক থাকলে বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে পারেন বেঙ্কাইয়া নাইডু। এদিকে বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম নিয়ে জল্পনা তুঙ্গে। মঙ্গলবার তা নিয়ে বৈঠকে বসবে বিরোধী দলগুলি। অন্যদিকে বৈঠকের আগে তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিনহার (Yashwant Sinha) একটি টুইটকে ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। তৃণমূল ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

টুইটে তিনি লেখেন,”টিএমসিতে আমাকে যে সম্মান ও প্রতিপত্তি দেওয়া হয়েছে, তার জন্য আমি মমতাজির কাছে কৃতজ্ঞ। এখন বৃহত্তর জাতীয় স্বার্থ ও শক্তিশালী বিরোধী ঐক্যের লক্ষ্যে আমাকে দল থেকে সরে দাঁড়াতে হবে। আমি নিশ্চিত যে দলনেত্রী এতে সম্মতি দেবেন”। মঙ্গলবার তাঁর টুইট হইচই ফেলে দিয়েছে চারিদিকে। তিনি যে বৃহত্তর স্বার্থের কথা বলেছেন, তা আসলে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার দিকেই ইঙ্গিত করছে বলে অনুমান রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: সাতসকালে দমদমে চলল গুলি, লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বাঁচলেন দমকলকর্মী

আজ ২১ জুন বিরোধী প্রার্থী ঠিক করতে বৈঠকের ডাক দিয়েছেন শরদ পাওয়ার। জানা গিয়েছে সেখানে উপস্থিত থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বনির্ধারিত সূচি থাকায় তিনি এই বৈঠকে অংশ নেবেন না। তাঁর জায়গায় যোগ দিতে পারেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ার এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর পরে, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী হিসাবে নিজের নাম প্রত্যাহার করেন গোপালকৃষ্ণ গান্ধীও। জল্পনায় রয়েছে যশবন্ত সিনহার নাম।

You may also like