মহানগর ডেস্ক: সেবার নামে ধর্মান্তর করা উচিত নয়। জোর করে ধর্মান্তর করা সংবিধান বিরোধী (Forced Conversion)। এ কথা সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এটি গুরুতর বিষয়। হুমকি, প্রলোভন ও আর্থিক সহায়তার টোপ দিয়ে ধর্মান্তর আটকাতে কড়া পদক্ষেপ নিতে কেন্দ্র ও রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া নিয়ে আইনজীবী অশ্বিনীকুমার উপাধ্যায়ের আবেদনের প্রেক্ষিতে এমনই মন্তব্য করেছে শীর্ষ আদালত। কেন্দ্রীয় সরকার আদালতকে জানিয়েছে এ ধরণের ধর্মান্তরের বিষয়ে তারা রাজ্যগুলির কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। বিচারপতি এমআর শাহ ও সিটি রবিকুমারের বেঞ্চের কাছে এ ব্যাপারে সময় প্রার্থনা করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।
আদালতের কাছে তথ্যের ব্যাপারে এক সপ্তাহ সময় চান সলিসিটর জেনারেল। তাঁর আবেদন মঞ্জুর করে বিচারপতিদের বেঞ্চ। শীর্ষ আদালত জানায় জোর করে ধর্মান্তর গুরুতর বিষয়। আদালতে এক আইনজীবী আবেদনের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন করলে জবাবে বেঞ্চ জানায় এত টেকনিকাল হবেন না। তারা এখানে একটা সমাধানের খোঁজ করছেন। একটা নির্দিষ্ট কারণে তারা এখানে রয়েছেন। গোটা বিষয়টি যাতে ঠিকপথে চালিত হয়,সেজন্য আদালত রয়েছে। যদি দান ধ্যানের উদ্দেশ্য ভালো কারণে হয়ে থাকে, তাহলে তাকে স্বাগত জানানো যেতেই পারে। তবে কোনও উদ্দেশ্য আছে কিনা, সেটা খুঁজে বের করতে হবে। বেঞ্চের পর্যবেক্ষণে এটাকে বিরূপ বিষয় হিসেবে না নেওয়াই উচিত। এটি একটি অত্যন্ত গুরুতর বিষয়। বিষয়টি চূড়ান্তভাবে ভারতের সংবিধান বিরোধী। যখন সবাই ভারতে বাস করছে,তখন দেশের সংস্কৃতি মেনে সবাইকে চলা উচিত। অভিযোগ কিছু ধর্মীয় সংগঠন অন্য ধর্মের মানুষকে তাদের শিশুদের শিক্ষাদান থেকে বিভিন্ন রকমের সেবার প্রস্তাব দিয়ে ধর্মান্তর করছে। আগামী বারো তারিখে এই আবেদনের তারিখ ধার্য করেছে শীর্ষ আদালত।