মহানগর ডেস্ক: বিউটিশিয়ান কোর্স শেখার সময়ই তাঁর সঙ্গে আলাপ হয়েছিল মহম্মদ সুফিয়ান নামে এলাকারই এক যুবকের। আলাপ থেকে ঘনিষ্ঠতা বাড়ে দুজনের মধ্যে। তৈরি হয় প্রেমের সম্পর্ক (Both Fell In Love Each Other)। এর পর নিধি গুপ্তা নামে ওই তরুণীকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে যায় সুফিয়ান। সেখানে তার পরিবারের লোকজন নিধিকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত (Forced To Convert To Islam) হয়ে সুফিয়ানকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় দুপক্ষের মধ্যে বচসা বাধে। এরপরই নিধি ছাদে ছাদে চলে যান। তার পেছন পেছন সুফিয়ানও যায়।
দুপক্ষের মধ্যে তর্কাতর্কি চলার সময় তাঁকে চারতলা থেকে ঠেলে ফেলে দেয় সুফিয়ান বলে নিধির পরিবারের অভিযোগ। গুরুতর জখম অবস্থায় নিধিকে কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির ট্রমা সেন্টারে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত তরুণীর মায়ের অভিযোগ, সুফিয়ান তাঁদের এলাকাতেই থাকে। নিধিকে সে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে। তাঁকে বিয়ের জন্য চাপ দেওয়ার ঘটনা ভিডিওয় তোলা রয়েছে বলে জানা গিয়েছে। নিধির দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর পরিবারের লোকজনদের নিয়ে পালিয়ে যায় সুফিয়ান বলে জানা গিয়েছে। তাদের ঘর সিল করে দিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। ঘটনার তদন্ত করছে পুলিশ।