Home Featured Forced To Drink Urine: ন্যায্য পাওনা চাওয়ায় দলিত যুবককে বেধড়ক মার,খাওয়ানো হল মূত্র, পরানো হল জুতোর মালা!

Forced To Drink Urine: ন্যায্য পাওনা চাওয়ায় দলিত যুবককে বেধড়ক মার,খাওয়ানো হল মূত্র, পরানো হল জুতোর মালা!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: দলিত ইলেকট্রিসিয়ানের অপরাধ তিনি তাঁর ন্যায্য পাওনা (Demanded Payment) চেয়েছিলেন কিন্তু ন্যায্য পাওনা তো পেলেনইনা, উল্টে জুটল বেধড়ক মার (Severely Beaten) এবং জোর করে খাওয়ানো হল মূত্র (Forced To Drink Urine)। এখানেই শেষ নয়। জুতোর মালা পরিয়ে তাঁকে ঘোরানো হল এলাকায়। দলিত যুবকটি তাদের মারধর করতে বারণ করার পরও মারধর চলতে থাকে। তারই মধ্যে নিগ্রহকারীদের একজন ভিডিও তুলে পরে সেটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। ঘটনার পর নিগ্রহকারী তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে ভরতকুমার নামে পেশায় ইলেকট্রিসিয়ান। ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিরোহী জেলায়। জানা গিয়েছে নিগ্রহকারীদের একজনের বাড়িতে ইলেকট্রিকের কাজ করেন ওই দলিত।

ওই কাজের জন্য তিনি একুশ হাজার একশো টাকা বিল করেন তিনি। বিল করার পর তাঁকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়। নভেম্বরের উনিশ তারিখে বিকেলে তিনি ধাবায় যান, কিন্তু তাঁকে বলা হয় রাত নটায় আসতে। তিনি নটা দশের কাছাকাছি সময় যান। ভরতকুমারকে অপেক্ষা করতে বলা হলেও টাকা দেয়নি নিগ্রহকারীরা। তখন তিনি থানায় অভিযোগ জানানোর হুমকি দেন। তারপরই অভিযুক্তরা তাঁকে ধরে বেধড়ক মারতে থাকে। তাদের সঙ্গে আরও কয়েকজন যোগ দেয়। মারধর করার সময় তাঁর গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে মারধর। গোটা ঘটনাটি ভিডিওয় তুলে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে এক নিগ্রহকারী। তাঁকে মূত্রপান করতে বাধ্য করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

You may also like