Home Uncategorized Forced To Wash All Dishes By MBA Students : বিয়েবাড়িতে সবার প্লেট,ডিস জোর করে ধোওয়ানো হল এমবিএ ছাত্রকে দিয়ে!

Forced To Wash All Dishes By MBA Students : বিয়েবাড়িতে সবার প্লেট,ডিস জোর করে ধোওয়ানো হল এমবিএ ছাত্রকে দিয়ে!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: অমানবিক! যে ঘটনার কথা জানার পর যে কোনও সংবেদনশীল মানুষের মাথা হেঁট হয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে এক এমবিএ পড়ুয়া বিনা নিমন্ত্রণে (Trespasser In Marriage Party) একটি বিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। সেখানে নিমন্ত্রিত অতিথি অভ্যাগতদের সঙ্গে পাত পেড়ে খাচ্ছে। আর তারপরই দেখা গেল তাকে ঘিরে ধরেছেন বিয়ে বাড়ির লোকজনেরা। তারপর তাকে দিয়ে বিয়ে বাড়ির খাওয়ার প্লেট জোর করে ধোওয়ানো হচ্ছে (Forced To Wash All Dishes By MBA Students)। কারণ সে বিনা নেমন্তন্নে বিয়ে বাড়িতে অনাহূত হয়ে ঢুকে পড়ে পেটপুরে খেয়েছে।

ভিডিওয় অবশ্য পড়ুয়ার মুখ অস্পষ্ট করে দেওয়া হয়েছে,যাতে লোকলজ্জা, অপমানের হাত থেকে রক্ষা পায়। ভিডিওয় দেখা গিয়েছে এমবিএ পড়ুয়া একটার পর একটা নোংরা প্লেট সে ধুয়ে চলেছে। একজনকে বলতে শোনা যায় জানো বিনা পয়সা খাবার খাওয়ার শাস্তি কি। বাড়িতে যেমন করে বাসন ধোয়, সেভাবে এখন নোংরা প্লেট ধোও। ভিডিওটি তোলা হয়েছে মধ্যপ্রদেশের জবলপুরে। জানা গিয়েছে ওই ছাত্রটি ভোপালে এমবিএ পড়ে। একজন বলতে শোনা যায়, তুমি এমবিএ পড়ছো। তোমার বাবা-মা কি টাকা পাঠায় না? জবলপুরের বদনাম করেছো। কেমন লাগছে ডিস-প্লেট ধুতে? জবাবে তাকে বলতে শোনা যায় বিনা পয়সায় খেয়েছি, কিছু তো করতে হবে। ঘটনাটি বেদনাদায়ক। বিনানিমন্ত্রণে খাওয়া যেমন ঠিক নয়, শাস্তি হিসেবে তাকে দিয়ে বিয়ে বাড়ির একগাদা প্লেট,ডিস ধোওয়াটা মোটেই মেনে নেওয়া যায় না। এমবিএ ছাত্রের পক্ষে গোটা ব্যাপারটা কত অসম্মানের, সেটা যে কোনও সংবেদনশীল মানুষের পক্ষে মেনে নেওয়া খুবই কষ্টের।

You may also like