মহানগর ডেস্ক: দেশের স্বাধীনতার ৭৫ তম বছর উপলক্ষে আগামী ৭৫ দিনের জন্য সমস্ত প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ (Corona Booster Dose) দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র (Central)। জানা গিয়েছে, ১৫ জুলাই থেকে বিনামূল্যে এই ডোজ দেওয়া শুরু হবে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ‘আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অংশ হিসেবে মোদি নেতৃত্বাধীন সরকার এই উদ্যোগ নিয়েছে’।
প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ‘ভারত স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছে। এই উপলক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, চলতি বছরের ১৫ জুলাই থেকে পরবর্তী ৭৫ দিন পর্যন্ত ১৮ বছর বয়সী নাগরিকদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে। সমস্ত সরকারি কেন্দ্রে এই সুবিধা পাওয়া যাবে’। টিকাকরণ শুরু হওয়ার পর এখনও পর্যন্ত মোট ১,৯৯,১২,৭৯,০১০টি ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ১১,১৫,০৬৮টি ভ্যাকসিন দেওয়া হয়েছে।
গত মার্চ মাস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশ মতো দেশে প্রিকশন ডোজ দেওয়া শুরু হয়েছে। এতদিন পর্যন্ত শুধু ষাটোর্ধ্বদের বিনামূল্যে ভ্যাকসিনের এই ডোজ দেওয়া হতো। যাঁদের বয়স ৬০-এর নিচে তাদেরকে নিজের পকেট থেকে টাকা খরচা করে এই ডোজ নিতে হতো। যার কারণে বুস্টার নিয়ে সেভাবে উৎসাহ চোখে পড়েনি দেশবাসীর মধ্যে। করোনা নতুন করে চোখ রাঙালেও, বুস্টার ডোজ নিতে সেভাবে উৎসাহী নয় মানুষজন। যে কারণে আগামী ৭৫ দিন এটি বিনামুল্যে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার।
আশা করা হচ্ছে, কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে এই ডোজ নিতে সকলের মধ্যে উৎসাহ বাড়বে। যদিও বিরোধীদের বক্তব্য, সরকার অন্য খাতে মানুষকে শোষণ করতে চাইছে। আর ভ্যাকসিনের বেলায় তা বিনামূল্যে দিয়ে নাম কুড়াচ্ছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া সরকারের কর্তব্য। এই সরকার অন্য সব খাতে মানুষদের থেকে কোটি কোটি টাকা চুষে নিচ্ছে। এদিকে ভ্যাকসিনের বেলায় তা বিনামূল্যে দিচ্ছে।