Home Uncategorized Free Sanitary Pads To Girl Students : স্কুলে স্কুলে বিনামূল্যে স্যানিটারি প্যাড দেওয়ার নির্দেশ চেয়ে আর্জি সুপ্রিম কোর্টে

Free Sanitary Pads To Girl Students : স্কুলে স্কুলে বিনামূল্যে স্যানিটারি প্যাড দেওয়ার নির্দেশ চেয়ে আর্জি সুপ্রিম কোর্টে

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: দেশের সমস্ত রাজ্যের স্কুলে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হোক (Free Sanitary Pads To Girl Students) । ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার জন্য সরকারগুলিকে নির্দেশ দেওয়ার আর্জি জানানো হল সুপ্রিম কোর্টে(Supreme Court)। শীর্ষ আদালতে জয়া ঠাকুর নামে এক মহিলা এই আবেদন জানিয়েছেন। আদালতে তাঁর আইনজীবীরা জানান দরিদ্র পরিবার থেকে স্কুলে আসা এগারো থেকে আঠেরো বছরের মেয়েদের এই কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়। আবেদনকারী জানান বয়ঃসন্ধিতে পড়া কিশোরীদের কাছে স্যানিটারি ন্যাপকিন না থাকায়, তারা বিশেষ দিনগুলিতে বিস্তর সমস্যায় পড়ে। তাদের বাবা-মায়েরাও এনিয়ে সেভাবে কিছু বলেন না। ফলে ন্যূনতম শিক্ষা না থাকায় আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারগুলির মেয়েদের অস্বাস্থ্যকর পরিস্থিতির মুখে পড়তে হয়, যা গুরুতর শারীরিক সমস্যাকে ডেকে আনে।

এতে ওই কিশোরীরা একসময় স্কুল ছাড়তে বাধ্য হয়। এ কারণে আবেদনকারিণী সুপ্রিম কোর্টের কাছে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত এবং আবাসিক স্কুলগুলিতে মেয়েদের জন্য পৃথক শৌচাগার ও বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার ব্যাপারে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন। সেইসঙ্গে সরকারি ও আবাসিক স্কুলগুলিতে শৌচাগার পরিষ্কারের জন্য একজন ক্লিনার নিয়োগেরও আবেদন করা হয়েছে। আবেদনে মাসিকের সময় স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা প্রচার, মেয়েদের এই শারীরিক সমস্যা নিয়ে যে নিষিদ্ধ ধারণা রয়েছে, তা দূর করতে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বিনামূল্যে বা ভর্তুকির মাধ্যমে বয়ঃসন্ধির মেয়েদের স্যানিটারি ন্যাপকিন বিলি নিয়ে ত্রিস্তরীয় নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। শীর্ষ আদালতে আবেদনকারিণীর তরফে আর্জি জানান আইনজীবী বীরেন্দ্রকুমার শর্মা এবং বরুণ ঠাকুর।

You may also like