মহানগর ডেস্ক : সপ্তাহের শুক্রবার মানেই একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বিনোদন জগতে। কারণ এই দিনে মুক্তি পায় কোন না কোন নতুন ছবি। যদিও মাঝে মাঝে নিজেদের পছন্দের বিশেষ দিনগুলি বেছে নিয়েছেন তারকারা। যেমন সালমান খানের ছবি মানে ঈদ, শাহরুখের ছবি মানে ২৫শে ডিসেম্বর অথবা দিওয়ালি। তবুও মোটামুটি যেকোনো ছবি সাধারণত শুক্রবারেই মুক্তি পায়। ঠিক যেমন আজ মুক্তি পেতে চলেছে অমিতাভ বচ্চনের উচাই এবং সামান্থার যোদ্ধা।
ফের আর একবার বলিউড এবং দক্ষিণী ছবি একই দিনে মুক্তি পেতে চলেছে বক্স অফিসে। আর দুটি ছবি নিয়েই উত্তেজনা তুঙ্গে। অমিতাভ বচ্চন ,বোমাণ ইরানি এবং অনুপম খের এই তিন বন্ধুর গল্প নিয়ে আসছে উচাই। কী ভাবে বয়সকে তুড়ি মেরে পর্বত শৃঙ্গ জয় করা যায় সেই গল্প পর্দায় তুলে ধরছেন সুরাজ বাড়জাতিয়া। যদিও এখনো পর্যন্ত বক্স অফিস কালেকশন সামনে আসেনি এই ছবি।
অন্যদিকে সামান্থার নতুন ছবি যোদ্ধার ট্রেলার মুক্তির পর থেকেই উত্তেজনা চোখে পড়ার মতো। কী ভাবে এক মহিলা সারোগেট মা হয়ে জানতে পারে গোটা মেডিকেল সিস্টেম ভেতর থেকে কলুষিত। সেই তথ্য সামনে আনার জন্য একা লড়াই করে সে। ইতিমধ্যে ছবির প্রি-বুকিং হয়ে গিয়েছে ৫৫ কোটি টাকা। তাই প্রথম দিনের ওপেনিং এ যে ছক্কা হাঁকাবেন সামান্থা এমনটাই আশা করছেন অনেকে। এখন দেখার বলিউড আর দক্ষিণী ছবির এই যুদ্ধে শেষ পর্যন্ত জয়ের হাসি কে হাসে।