Home Featured Sri Lanka: দীপরাষ্ট্রে জ্বালানি সংকট, পাশে দাঁড়ালো ইন্ডিয়ান অয়েল

Sri Lanka: দীপরাষ্ট্রে জ্বালানি সংকট, পাশে দাঁড়ালো ইন্ডিয়ান অয়েল

by Anamika Nandi
Sri Lanka: দীপরাষ্ট্রে জ্বালানি সংকট, পাশে দাঁড়ালো ইন্ডিয়ান অয়েল

মহানগর ডেস্ক: দিন দিন জ্বালানি সংকট আরও বাড়ছে দ্বীপরাষ্ট্রে। বেসরকারি গাড়িতে জ্বালানি তেল ব্যবহারে রাশ টানা হয়েছে। তেল মেপে মেপে দেওয়া হচ্ছে পেট্রোল পাম্পগুলিতে। মন্ত্রীর আবেদন, পেট্রোল পাম্পে যেন লাইন দেওয়া না হয়। এই সংকটের মাঝে শ্রীলঙ্কা (Sri Lanka) পাশে পেল ইন্ডিয়ান অয়েলকে (Indian Oil)। জ্বালানি পাঠাবে আইওসি।

আর্থিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা। বিপুল অঙ্কের ঋণ রয়েছে দ্বীপরাষ্ট্রের মাথার উপর। সেখানকার খাদ্য সুরক্ষা, কৃষি, স্বাস্থ্য সহ সমস্ত ক্ষেত্রে ভয়াবহ সংকট দেখা দিয়েছে। পাওয়ার ও এনার্জি দফতরের মন্ত্রী কাঞ্চনাউইজেসেকেরা বলেছেন, ব্যাঙ্কিং ও লজিস্টিকগত কারণে ঠিকঠাক জ্বালানি সরবরাহ করা যাচ্ছে না। তাঁর বক্তব্য, অপরিশোধিত তেল দেশে আসতে সময় লাগবে। এহেন পরিস্থিতিতে দ্বীপরাষ্ট্রের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে, ইন্ডিয়ান অয়েল। এর ফলে জ্বালানি সংকট কিছুটা হলেও কমবে।

আরও পড়ুন: বাংলায় বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে: স্মৃতি ইরানি || পাল্টা ত্রিপুরার প্রসঙ্গ তুলে ধরলেন, কাকলি ঘোষ দস্তিদার

এই মুহূর্তে শিল্প, কারখানা, গণপরিবহণে অবশিষ্ট তেল ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কারণে পেট্রোল পাম্পগুলিতে মেপে মেপে দেওয়া হচ্ছে তেল। বেসরকারি পরিবহণের ক্ষেত্রে তেলে রাশ টানা হয়েছে। জ্বালানি সরবরাহে সমস্যার জন্য ক্ষমা চেয়েছেন মন্ত্রী। জানা গিয়েছে, দুর্যোগ থেকে বাঁচতে রুশ প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছেন গোতাবায়া। প্রসঙ্গে ডেইলি মিরর জানিয়েছেন, বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে টেলিফোনে কথা হবে।

দেশকে জ্বালানির দুর্যোগ থেকে রক্ষা করতে পুতিনের কাছ থেকে সহায়তা চেয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। রুশ কর্তৃপক্ষের থেকে আশা পেলে, মস্কো সফরের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। চিঠিতে লেখা রয়েছে, জ্বালানি সংকট কাটিয়ে উঠতে জরুরি ভিত্তিতে তেল সরবরাহের প্রয়োজন। যার জন্য রাশিয়া সফর করতে চেয়ে টেলিফোনে যোগাযোগ করার ইচ্ছা প্রকাশ করেছেন গোতাবায়া। স্বাধীনতার পর এই প্রথম তীব্র অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে শ্রীলঙ্কায়।

আর্থিক অভাবেই দেশে জ্বালানি আমদানি করা যাচ্ছে না। গত সপ্তাহে তেলের একটি চালান সেখানে পৌঁছানোর কথা থাকলেও, ওই চালানের মূল্য পরিশোধে আন্তর্জাতিক ব্যাঙ্ক গ্যারান্টি দিতে না পারায়, সরবরাহকরা চালানটি পাঠায়নি। মেপে মেপে তেল পাচ্ছেন শ্রীলঙ্কাবাসী।

You may also like