Home Featured Galwan Clash Video in CCPC: চিনের ক্ষমতা জিনপিংয়ের হাতেই! কমিউনিস্ট পার্টি কংগ্রেসের অনুষ্ঠানে চলল গালওয়ান সংঘর্ষের ভিডিয়ো

Galwan Clash Video in CCPC: চিনের ক্ষমতা জিনপিংয়ের হাতেই! কমিউনিস্ট পার্টি কংগ্রেসের অনুষ্ঠানে চলল গালওয়ান সংঘর্ষের ভিডিয়ো

by Arpita Sardar

মহানগর ডেস্ক: আবারও চিনের সর্বোচ্চ ক্ষমতায় আসীন হতে চলেছেন শি জিনপিং। চিনা কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেসে তিন দশকের প্রথা ভেঙে তৃতীয়বারের জন্য তাঁর ক্ষমতায় ফেরার আনুষ্ঠানিক আয়োজন শুরু হয়ে গেছে। রবিবার বেজিংয়ের ‘গ্রেট হলে’ আয়োজিত এই পার্টি কংগ্রেসের উপর দৃষ্টি ছিল গোটা বিশ্বের। সেখানে উপস্থিত ছিলেন পিপল’স লিবারেশন আর্মি এবং পিপল’স আর্মড পুলিশের ৩০৪ জন প্রতিনিধি। সঙ্গে উপস্থিত ছিলেন ২০২০ সালের জুন মাসের বহু চর্চিত গালওয়ান সংঘর্ষে জখম হওয়া চিনা সামরিক কমান্ডার চি ফাবাও।

এদিনের অনুষ্ঠানে, জিনপিংয় নেতৃত্বাধীন চিনা কমিউনিস্ট পার্টি বিগত বছরগুলিতে কি কি সাফল্য রেখেছে তা সকলের কাছে তুলে ধরতে পার্টি কংগ্রেসে ভিডিয়ো প্রকাশ করা হয়েছিল। সেই ভিডিয়োর একটা অংশ রূপে দেখানো হয় ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের সেই ক্লিপ। সেখানে দেখা গেছে কীভাবে উপত্যকায় ভারতীয় সৈন্যদের দিকে তেড়ে যাচ্ছেন চি ফাবা। যদিও সে সময়ই চিনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল সেই ভিডিও এবং ২০২১ সালে প্রথমবার চি ফাবাওয়ের নাম প্রকাশ করা হয়েছিল। আর তারপর থেকেই ভারত বিরোধী প্রচারের কাজে ক্রমাগত ফাবাওকে ব্যবহার করেছে বেজিং। এমনকি শীতকালীন অলিম্পিকে ফাবাওকে মশালবাহী করেছিল চিন। যার জেরে ভারতের তরফে শীতকালীন অলিম্পিককে কূটনৈতিক বয়কট করা হয়েছিল।

এদিন অবশ্য পার্টি কংগ্রেসে চিনা সেনা নিয়ে জিনপিং এর বক্তব্য, ‘যুদ্ধ পরিস্থিতিতে সামরিক প্রশিক্ষণকে শক্তিশালী করতে যৌথ প্রশিক্ষণ, ফোর্স-অন-ফোর্স ট্রেনিং এবং উচ্চ মানের প্রযুক্তি ব্যবহা রের প্রশিক্ষণের উপর জোর দেওয়া হবে। নিয়মিতভাবে সামরিক বাহিনী মোতায়েন করার ক্ষেত্রে দেশের পারদর্শীতাই দেশবাসির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সংকট প্রতিরোধ করবে। সেই সঙ্গে স্থানীয় যুদ্ধে জয় আনতে সাহায্য করবে। এরপরই তার এই ‘স্থানীয় যুদ্ধ’ এর অস্পষ্ট ইঙ্গিত নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে চর্চা শুরু হয়েছে।

You may also like