মহানগর ডেস্ক: অমানবিক ঘটনার বিরাম নেই যোগী রাজ্যে। প্রায়দিনই অমানবিক নানা ঘটনার সমারোহ মনে পড়িয়ে দেয় উত্তরপ্রদেশ আছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। এবারের ঘটনাও কম নৃশংস নয়। স্বামীকে দুপুরের খাবার দিয়ে ফেরার সময় এক অন্তঃসত্ত্বা মহিলাকে আখের খেতে টেনে হেঁচড়ে নিয়ে গণধর্ষণ করল (Gang Rape By Two People) দুই ব্যক্তি। যদিও পুলিশে অভিযোগ জানানো হলে তাতে তারা গুরুত্ব দেয়নি। আদালতে আবেদন করার পর তদন্ত শুরু হয় চার মাস পর। জানা গিয়েছে ওই অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করা হয় ষোলো জুলাই। নিগৃহীতা মহিলা জানিয়েছেন তাঁদের গ্রামে তাঁকে আখের খেতে টেনেহিঁচড়ে নিয়ে দুজন ছুরি দেখিয়ে গণধর্ষণ করে।
ঘটনাটি ঘটে বেলা এগারোটা নাগাদ। তাঁর স্বামী খেতে কাজ করছিলেন। তাঁর কাছ থেকে ফেরার সময় তারা গণধর্ষণ করে। আদালতের নির্দেশে পুলিশ গণধর্ষণের মামলা রুজু করেছে বলে জানিয়েছেন সাংগারহি থানার স্টেশন ইনচার্জ। পুলিশ জানিয়েছে নির্যাতিতা মহিলা আড়াই মাসের অন্তঃসত্ত্বা। গণধর্ষণের ফলে তাঁর গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। নির্যাতিতা মহিলা জানিয়েছেন পুলিশের শীর্ষকর্তাদের কাছে ঘটনার কথা জানালেও তাঁরা গুরুত্ব দেননি। কোনও এফআইআর করা হয়নি। শেষপর্যন্ত তিনি আদালতের দ্বারস্থ হন। এরপর তদন্ত শুরু করেছে পুলিশ। তবে যোগীরাজ্যে গণধর্ষণের ঘটনা নতুন নয়। এর আগে তিরিশে এপ্রিল সরকারি হাসপাতালে এক মহিলা রোগীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণ করার ঘটনা ঘটে। গণধর্ষণের ঘটনায় এক চিকিৎসক ও এক ওয়ার্ডবয়কে গ্রেফতার করে পুলিশ। এর আগে আরও দুটি ধর্ষণের ঘটনা ঘটে। লোহিয়া পার্কে এক পনেরো বছরের কিশোরীকে ধর্ষণ করা হয়। অন্যদিকে অটো রিকশয় এক টিউশন শিক্ষিকাকে গণধর্ষণ করে কয়েকজন।