Home Featured Gang Raped Ex Wife : স্ত্রীকে তিন তালাক দেওয়ার পরেই গণধর্ষণ স্বামী ও দেওরের, ষড়যন্ত্রে সামিল মৌলবীও!

Gang Raped Ex Wife : স্ত্রীকে তিন তালাক দেওয়ার পরেই গণধর্ষণ স্বামী ও দেওরের, ষড়যন্ত্রে সামিল মৌলবীও!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: অমানবিক! উত্তরপ্রদেশে ( Uttar Pradesh) স্ত্রীকে তিন তালাক (Triple Talaque) দেওয়ার পর স্বমূর্তি ধরল স্বামী। বিবাহ বিচ্ছিন্না স্ত্রীকে সদ্য প্রাক্তন স্বামী ও তার ভাই এবং আরও অনেকে মিলে একাধিকবার পাশবিক ধর্ষণ করল বিবাহবিচ্ছিন্ন স্ত্রীকে (Gang Raped Ex Wife)। চক্রান্তকারীদের মধ্যে একজন মৌলবীও ছিল বলে জানা গিয়েছে। অভিযুক্ত ছজনের খোঁজ করছে পুলিশ। নির্যাতিতা মহিলা থানায় দায়ের করা অভিযোগপত্রে জানিয়েছেন, বছর পাঁচেক আগে তাঁর সঙ্গে সলমন নামে এক ব্যক্তির বিয়ে হয়। সম্প্রতি সে বাতিল হওয়া তিন তালাক প্রথায় তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে। তালাকের পরে গুড্ডু হাজি নামে এক মৌলবীর পরামর্শে সলমন জানায় সে যদি তার ভাইকে বিয়ে করে তাকে ডিভোর্স দেয়,তাহলে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে।

তাকে যেমন জানানো হয়েছিল, সেইমতো সে সলমনের ভাইকে বিয়ে করে । কিন্তু তার ভাই তাকে ডিভোর্স দিতে রাজি হয়নি। এরপর দুই ভাই মিলে তাকে পালা করে ধর্ষণ করে। অ্যাডিশনাল এসপি জানান, সলমনের পরামর্শমতো নির্যাতিতা মহিলাকে সলমনের আশ্বাসে বিশ্বাস করে তার ভাই ইসলামকে বিয়ে করে। কিন্তু সে তাকে ডিভোর্স দিতে অস্বীকার করে। তারপর থেকেই দুজনে মিলে তাকে একাধিকবার গণধর্ষণ করে। এরপর স্থানীয় আদালতের দ্বারস্থ হয় নির্যাতিতা। সোমবার আদালতের নির্দেশের পর এফআইআর দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে গুড্ডু হাজি,সলমন, ইসলাম ও তাদের পরিবারের তিনজনের বিরুদ্ধে গণধর্ষণ ও অস্বাভাবিক যৌনক্রিয়ার অপরাধ আইনি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। একইসঙ্গে মুসলিম মহিলা আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করা হচ্ছে। তার বয়ান রেকর্ড করার জন্য ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
.

You may also like