Home Entertainment Gangubai : বাফটার পর সঞ্জয়ের লক্ষ্য এবার অস্কার! অ্যাকাডেমি পুরস্কারের পথে গাঙ্গুবাই

Gangubai : বাফটার পর সঞ্জয়ের লক্ষ্য এবার অস্কার! অ্যাকাডেমি পুরস্কারের পথে গাঙ্গুবাই

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : ব্রিটিশ অ্যাকাডেমী ফিল্ম আওয়ার্ড বা বাফটা অ্যাওয়ার্ডের পর এবার অস্কারের পথে গাঙ্গুবাই কাথিয়াবাড়ী। সঞ্জয় লীলা বানসালি আপাতত নিজের ছবিকে নিয়ে লাগিয়েছেন অস্কারের পথে। হুসেন জাইদির লিখিত বই ‘মাফিয়া কুইন অফ মুম্বাই’ থেকে অনুপ্রাণিত হয়ে রুপালি পর্দায় তৈরি করা হয়েছে গাঙ্গু বাই কাথিয়াবাড়ী। যার মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে আলিয়া ভাটকে।

সূত্রের খবর অনুযায়ী, ৭২ তম বাফটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এন্ডিং অভিশান পেয়েছে এই ছবি। তবে লন্ডনের পর এখন তার লক্ষ্য অ্যাকাডেমি পুরস্কার। সেরা ছবি,সেরা পরিচালনা,সেরা অভিনেত্রী,সেরা স্ক্রীনপ্লে এই চারটি বিভাগে আপাতত মনোনয়ন জমা দিয়েছেন পরিচালক। তবে কেবলমাত্র গাঙ্গুবাই নয়। এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবিটি ইতিমধ্যে অস্কার নমিনেশনে নাম তুলে ফেলেছে। সেখানেও সেরা সহ অভিনেত্রী হিসেবে নাম দিয়েছে আলিয়ার।

চলতি বছর ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল এই ছবি। বক্স অফিসে চূড়ান্তভাবে সফল হয়েছিল গাঙ্গুবাই। প্রথম দিনেই ১২৯ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি।

You may also like