Gass-Cilinder: জনপ্রিয় চ্যাটিং প্লাটফর্ম থেকে করা যাবে গ্যাস-সিলিন্ডার বুক, জেনে নিন কিভাবে

79
জনপ্রিয় চ্যাটিং প্লাটফর্ম থেকে করা যাবে গ্যাস-সিলিন্ডার বুক, জেনে নিন কিভাবে

মহানগর ডেস্ক: প্রায় প্রতিদিনই নতুন নতুন প্রযুক্তির কথা সামনে আসে। আর তার ফলে বিভিন্ন সুবিধা যেন ঘরের দোরগোড়ায় এসে গিয়েছে। বর্তমানে সবকিছুই হয়ে যায় অনলাইনে। এবার গ্যাস বুকিং এর ক্ষেত্রেও নয়া পরিষেবা আনা হয়েছে। এতদিন বাড়িতে বসেই বুকিং করা যেত গ্যাস। কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে করা যাবে গ্যাস বুকিং। এর ফলে অন্য কোনও অ্যাপ বা কোথাও ফোন করার ঝামেলা নেই।

আরও পড়ুন: ৫ খাবারেই দুর হবে ইউরিক অ্যাসিড,আজই জানুন বিস্তারিত

অন্য গ্যাস বুকিং-এর অ্যাপ থেকে গ্যাস বুকিং করা যাবে। কিন্তু সে ক্ষেত্রে ফোনে স্টোরেজ নষ্ট হবে। কিন্তু এবার আপনি ঘরে বসেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারবেন গ্যাস বুকিং। তবে এখানে রয়েছে ব্যতিক্রম। এক্ষেত্রে শুধু Indane Gas বুক করা যাবে। এছাড়াও Indane Gas IVRS সার্ভিস, Indane Gas app এবং ফোন কলের মাধ্যমে বুকিং সম্ভব।

আরও পড়ুন: সারদা কাণ্ডে নাম উঠেছে শুভেন্দুর, তারপরও গ্রেফতার নয় কেন?: কুণাল

যদি আপনি এই গ্যাসটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে চান তাহলে আপনাকে প্রথমে নিজের ফোনে ৭৫৮৮৮৮৮৮২৪ নম্বরটি সেভ করুন। শুধুমাত্র রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকেই তা সেভ করতে হবে। এরপর চ্যাট উইন্ডো ওপেন করে সেখানে REFILL লিখে সেন্ড করুন। আর কোনও কিছু সেন্ড করার দরকার নেই। এর মাধ্যমেই বুকিং সম্ভব।